সমবেদনা জানানোয় কৃতজ্ঞতা প্রকাশ করেছেন খালেদা জিয়া

25/01/2015 9:38 pmViews: 5

সমবেদনা জানানোয় কৃতজ্ঞতা প্রকাশ করেছেন খালেদা জিয়া ঢাকা : আরাফাত রহমান কোকোর মৃত্যুর পর থেকে এ পর্যন্ত সমবেদনা জানাতে আসা সর্বস্তরের মানুষ এবং বিভিন্ন দেশের কূটনৈতিকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যরিস্টার মওদুদ আহমদ খালেদা জিয়ার এ কৃতজ্ঞতা প্রকাশের কথা গণমাধ্যমকে জানান।

মওদুদ বলেন, সর্বস্তরের মানুষের সমবেদনা শোকাহত বেগম খালেদা জিয়াকে আরো বেশি শক্তি জুগিয়েছে। আপনারা তার জন্য দোয়া করবেন।

মওদুদ বলেন, গণতন্ত্র ফিরিয়ে আনতে বেগম খালেদা জিয়া যে আন্দোলন শুরু করেছেন সফলতা না আসা পর্যন্ত সেই আন্দোলন অব্যাহত থাকবে।

তিনি বলেন, আমরা আশা করি খালেদা জিয়ার মনোবল আগের মতোই অটুট থাকবে।

Leave a Reply