সমতায় শেষ হলো ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ
সমতায় শেষ হলো ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ
ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজ ১-১ এ সমতায় শেষ করলো স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। সিরিজের প্রথম টেস্ট ড্র হওয়ার পর দ্বিতীয়টি সফরকারী ইংল্যান্ড জিতেছিল ৯ উইকেটে। আর বারবাডোজে সিরেজের তৃতীয় ও শেষ টেস্টটি ৫ উইকেটে জিতেছে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। প্রথম ইনিংসে ইংল্যান্ড ২৫৭ ও ওয়েস্ট ইন্ডিজ ১৮৯ রানে অলআউট হয়। দ্বিতীয় ইনিংসে ইংলিশরা মাত্র ১২৩ রানে গুটিয়ে গেলে শেষ ইনিংসে ক্যারিবীয়দের সামনে জয়ের জন্য টার্গেট দাঁড়ায় ১৯২ রান। আর এই রান তাড়া করতে নেমে টেস্টের তৃতীয় দিনেই ৫ উইকেট হারিয়ে জয় তুলে নেয় স্বাগতিকরা। ড্যারেন ব্রাভো সর্বোচ্চ ৮২ রান করেন। আর জেরমি ব্ল্যাকউড ৪৭ রানে অপরাজিত থেকে দলের জয় নিশ্চিত করেন।