সমঝোতার ভিত্তিতে ইসি গঠন করুন : খালেদা জিয়া

27/11/2016 10:43 amViews: 6

সমঝোতার ভিত্তিতে ইসি গঠন করুন : খালেদা জিয়া

 

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া পরবর্তী নির্বাচন কমিশন একতরফাভাবে গঠনের প্রয়াস নাকচ করে আবারো আলোচনার আহ্বান জানিয়েছেন। তিনি শনিবার এক টুইট বার্তায় বলেন, সমঝোতার মাধ্যমে নতুন নির্বাচন কমিশন গঠন করুন। সকলের ভোটের অধিকার রক্ষায় এই সমঝোতা প্রয়োজন বলে তিনি উল্লেখ করেন।
বেগম জিয়া গতকাল সকালে তার একাউন্ট থেকে পোস্ট করা টুইট বার্তায় আরো উল্লেখ করেন, আলোচনার মাধ্যমে সমঝোতার ভিত্তিতে ইসি গঠনের দাবি বিএনপির একার নয়। এটা কোনো তুচ্ছ বিষয়ও নয়। এর সঙ্গে সকলের ভোটের অধিকার রক্ষার বিষয় জড়িত। এজন্য আলোচনার দরকার।
উল্লেখ্য যে, পরবর্তী নির্বাচন কমিশন গঠনের ব্যাপারে বেগম খালেদা জিয়া সম্প্রতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির পক্ষ থেকে কিছু প্রস্তাবনা উপস্থাপন করেছেন। পরে টুইট বার্তায় এই প্রস্তাবনাই শেষ কথা নয়- এমন ইঙ্গিত দিয়ে তিনি বলেছিলেন: ‘আমার উপস্থাপিত প্রস্তাবনা আলোচনা শুরুর ভিত্ হতে পারে।’ ওই প্রস্তাবনা রাষ্ট্রপতির কাছে সরাসরি উপস্থাপনের জন্যও বিএনপি উদ্যোগ নিয়েছে।
ফিদেল ক্যাস্ট্রোর স্মরণে: এদিকে অপর এক টুইট বার্তায় বেগম খালেদা জিয়া কিউবার সদ্য প্রয়াত নেতা ফিডেল ক্যাস্ট্রোকে জনগণের অকৃত্রিম বন্ধু এবং বিপ্লবী বীর বলে উল্লেখ করেছেন। ফিডেল ক্যাস্ট্রো মানবেতিহাসে চিরদিন বেঁচে থাকবেন বলেও বেগম জিয়া তাঁর টুইট বার্তায় উল্লেখ করেন।
এছাড়াও, কিউবার সরকারকে তিনি পৃথক এক শোকবার্তাও দিয়েছেন।

Leave a Reply