সব সমস্যা সমাধানের কেন্দ্রস্থল সংসদ : শিরীন শারমিন
জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, সংসদই সব সমস্যা সমাধানের কেন্দ্রস্থল। তাই জাতীয় সংসদের স্পিকার হিসেবে দেশে উদ্ভূত যেকোনো সমস্যা সমাধানে আমি সর্ব্বোচ্চ প্রচেষ্টা চালাবো। যেকোনো সমস্যাই সংসদে আলাপ-আলোচনার মাধ্যমে সমাধান হতে পারে।
শুক্রবার সকালে চট্টগ্রাম বোট ক্লাবে আয়োজিত দুই দিনব্যাপী রোটারি ডিস্ট্রিক্ট সম্মেলনের উদ্বোধন শেষে স্পিকার সাংবাদিকদের কাছে তিনি এসব কথা বলেন।
জনগণের প্রত্যাশা ও জীবনমান উন্নয়ন এবং আইনের শাসনকে সমুন্নত রাখতে জনপ্রতিনিধিরা ভূমিকা রাখবেন বলে আশা প্রকাশ করে শিরীন শারমিন চৌধুরী বলেন, সংসদে জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে গঠনমূলক সমালোচনা হবে এবং কোনো কোনো ক্ষেত্রে সরকারের সঙ্গে বিরোধী দলের মতৈক্য হবে।
তিনি বলেন, বর্তমান সরকার জনগণের জীবনযাত্রার মানোন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণের মাধ্যমে দেশের আর্থসামাজিক উন্নয়নের গতিকে ত্বরান্বিত করেছে।
রোটারী ইন্টারন্যাশনালের সভাপতির প্রতিনিধি ও জেলার রোটার্যাক্ট সভাপতি সূফী মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন- ভারতের কেসাভা শংকরা পিল্লাই, মো. আনিসুজ্জামান ভূঁইয়া, এল কে সিদ্দিকী, এম এ আউয়াল, আব্দুল আহাদ, ডা. মীর আনিসুজ্জামান, এম এ লতিফ এমপি, চেমন আরা তৈয়ব এমপি, চট্টগ্রামের সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী প্রমুখ।