সব বাধা উপেক্ষা করে রাস্তায় নামতে হবে: রিজভী

12/12/2019 5:22 pmViews: 4

সব বাধা উপেক্ষা করে রাস্তায় নামতে হবে: রিজভী

সব বাধা উপেক্ষা করে রাস্তায় নামতে হবে: রিজভী
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ফাইল ছবি

কারাবন্দি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জামিন আবেদন খারিজ হওয়ার প্রতিবাদে বিক্ষোভ করেছে দলটি। বৃহস্পতিবার দুপুরে আদালতের আদেশের পরপরই রাজধানীতে বিচ্ছিন্নভাবে বিক্ষোভ করেন সংগঠনটির নেতাকর্মীরা।

দুপুর দেড়টার দিকে রাজধানীর বাংলামোটর এলাকায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল করেন বিএনপির নেতাকর্মীরা। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা, মহানগর পশ্চিম ও মোহাম্মদপুর থানা বিএনপি এবং ছাত্রদলের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। এছাড়া জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও মহিলা দলের নেতাকর্মীরা বিক্ষোভ করেছেন।

এক প্রতিক্রিয়া রুহুল কবির রিজভী বলেন, বিএনপি চেয়ারপারসন ও চারবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় সাজা দেওয়ার পর নির্যাতনের মাত্রা আরও বৃদ্ধি করা হয়েছে।

তিনি বলেন, আমরা মনে করি সরকারের হস্তক্ষেপেই আদালত তার জামিনের আবেদন খারিজ করেছেন। এ আদেশের মাধ্যমে একটি খারাপ নজির স্থাপিত হলো। বেগম খালেদা জিয়াকে কারামুক্ত করতে সব বাধা উপেক্ষা করে রাস্তায় নামতে হবে।

Leave a Reply