সব পক্ষকে রাজনৈতিক সমাধান খোঁজার আহ্বান পুনর্ব্যক্ত জাতিসংঘের
সব পক্ষকে রাজনৈতিক সমাধান খোঁজার আহ্বান পুনর্ব্যক্ত জাতিসংঘের
৫ মে ২০১৫, মঙ্গলবার, ১১:৩৫
জাতিসংঘের নিয়মিত প্রেস-ব্রিফিংয়ে গতকাল বাংলাদেশ বিষয়ে জানতে চাওয়া হয় জাতিসংঘ মহাসচিব বান কি-মুনের মুখপাত্র স্টিফেন ডুজাররিকের কাছে। প্রশ্নকর্তা সাংবাদিক জানতে চেয়েছিলেন, গত শুক্রবার মহাসচিব বান কি মুন টেলিফোনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সুনির্দিষ্টভাবে কি বলেছিলেন। জবাবে মুখপাত্র বলেন, বাংলাদেশে সব পক্ষকে রাজনৈতিকভাবে একটি সমাধান খুঁজে বের করার আহ্বান পুনর্ব্যক্ত করেছেন মহাসচিব। এখানে জাতিসংঘে অনুষ্ঠিত ওই সংবাদ-সম্মেলনের বাংলাদেশ অংশটুকু তুলে ধরা হলো:
প্রশ্ন: আপনাকে ধন্যবাদ, স্টিফেন। গত শুক্রবার বাংলাদেশ বিষয়ে মহাসচিব বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে টেলিফোন করেছিলেন এবং প্রধানমন্ত্রীর প্রেস সচিব বলেছিলেন, সম্প্রতি অনুষ্ঠিত সিটি নির্বাচনসহ সব ধরনের কর্মকা-ে সন্তোষ প্রকাশ করেছেন মহাসচিব। কিন্তু, এই নির্বাচনের পর আমরা জাতিসংঘ ও পুরো পশ্চিমা বিশ্বের বিবৃতি ও উদ্বেগ প্রত্যক্ষ করেছি। মহাসচিব বাংলাদেশের প্রধানমন্ত্রীকে সুনির্দিষ্টভাবে ঠিক কি বলেছিলেন?
মুখপাত্র: এ ব্যাপারে আমাদের কাছে পড়ে শোনাবার মতো কোন তথ্য নেই। আমার মনে হয়, আপনি বলতে পারেন আমরা এখানে যেভাবে আমাদের মতামত প্রকাশ করে আসছি, সেভাবেই মহাসচিব তার মতামত ব্যক্ত করেছেন। তা হলো, বাংলাদেশে সব পক্ষকে রাজনৈতিকভাবে একটি সমাধান খুঁজে বের করার আহ্বান জানানো। ঠিক আছে।