সব ধর্মের মানুষ এদেশের মাটিতে সমান অধিকার নিয়ে চলবে
সব ধর্মের মানুষ এদেশের মাটিতে সমান অধিকার নিয়ে চলবে
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশ অসাম্প্রদায়িকতার দেশ। সব ধর্মের মানুষ এদেশের মাটিতে সমান অধিকার নিয়ে চলবে।
বুধবার বিজয় দিবসের আলোচনা সভায় এ কথা বলেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, এখন বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে কথা উঠেছে। আমি একটা কথা বলবো, মুসলমান হিন্দু সবাই মিলে এই দেশে মুক্তিযুদ্ধে অংশ নিয়েছে। এই মাটিতে মুসলমান হিন্দু এক হয়ে সকলে যার যার ধর্ম নিয়ে থাকবে। আমাদের সবাইকে এক হয়ে থাকতে হবে। যে কোনো পরিস্থিতিতে সবাইকে সহনশীল হয়ে চলতে হবে।
সরকারকে জনগণের সেবক উল্লেখ করে তিনি বলেন, ২১ বছর পর আওয়ামী লীগ সরকার আসে। ২১ বছর পর এ দেশের মানুষ উপলব্ধি করলো সরকার জনগণের জন্য কাজ করতে পারে, জনগণের মঙ্গল করতে পারে।
প্রধানমন্ত্রী বলেন, আমরা বাংলাদেশকে ক্ষুধামুক্ত হিসেবে গড়ে তুলবো। প্রতিটি ঘরে আলো জ্বালাব। শতভাগ মানুষ যেন ঘর পায় তার ব্যবস্থা করছে সরকার। আমি আওয়ামী লীগ নেতাদের বলবো আপনার মানুষের সেবা করুন। মানুষের সেবা করা আওয়ামী লীগের কাজ। আমরা সেই সেবাই করে যাচ্ছি। করোনা মহামারিতে আওয়ামী লীগ মানুষের পাশে দাঁড়িয়েছে।
জাতির পিতার পদাঙ্ক অনুসরণ করে আজ বাংলাদেশে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ উল্লেখ করে তিনি বলেন, আজকে আমরা বাংলাদেশকে উন্নয়নশীল দেশ করেছি। ২১০০ সালের বাংলাদেশের অগ্রগতির পরিকল্পনা দিয়েছি।
শেখ হাসিনা বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে আন্তর্জাতিক পুরস্কার প্রবর্তনের ঘোষণা দিয়েছে ইউনেস্কো। এটা আমাদের অর্জন।
করোনা ভাইরাস থেকে সবাইকে সর্তক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, আমরা ভ্যাকসিন আসার ব্যবস্থা করেছি। ইতোমধ্যে চুক্তি হয়ে গেছে। তারপরেও সবাই স্বাস্থ্য সুরক্ষা মেনে চলবেন। মাস্ক পরবেন। নিরাপদে থাকবেন।