সব ধরনের ক্রিকেট থেকে সাকিব ৬ মাস নিষিদ্ধ

07/07/2014 5:46 pmViews: 29
সব ধরনের ক্রিকেট থেকে সাকিব ৬ মাস নিষিদ্ধ
ঢাকা : বাংলাদেশ ক্রিকেট দলের অলরাউন্ডার সাকিব আল হাসানকে সব ধরনের ক্রিকেট থেকে ৬ মাসের জন্য নিষিদ্ধ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এমনকি এই মাস অনুশীলনও করতে পারবেন না সাকিব। একইসঙ্গে আগামী দেড় বছর দেশের বাইরে খেলার জন্য তাকে কোনো অনাপত্তিপত্র না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি।

অনাপত্তিপত্র না নিয়ে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ-সিপিএল খেলতে গিয়ে বোর্ডের নিয়ম লঙ্ঘন করায় সাকিবের বিরুদ্ধে এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হলো।

সোমবার বিকেলে গুলশানের বিসিবি কার্যালয়ে এক প্রেসব্রিফিংয়ে এ সিদ্ধান্ত জানান বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন।

ব্রিফিংয়ে বিসিবি চেয়ারম্যান পাপন বলেন, সাকিব বোর্ডের অনাপত্তিপত্র ছাড়াই দেশের বাইরে খেলতে গিয়েছে। এটা গুরুতর অপরাধ। তার এ ধরনের অপরাধ দলের উপর প্রভাব ফেলছে।

তিনি বলেন, এগুলো ছোট খাটো অপরাধ ভাবলে হবে না। এভাবে চলতে থাকলে তাকে আরো প্রশ্রয় দেওয়া হয়। সুতরাং সাকিবের ড্যাম কেয়ার ভাবকে আর প্রশ্রয় দেওয়া হবে না।

পাপন বলেন, আপাতত লঘু শাস্তি দিয়ে শোধরানোর সুযোগ দেওয়া হলো তাকে। এরপর ঘটনার পুনরাবৃত্তি হলে স্থায়ীভাবে তাকে নিষিদ্ধ করা হতে পারে।

সোমবার বিকেলে গুলশানের বিসিবি কার্যালয়ে এক প্রেসব্রিফিংয়ে এ সিদ্ধান্ত জানান বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন। – See more at: http://www.thereport24.com/article/44600/index.html#sthash.zdDQRWNw.dpuf
সোমবার বিকেলে গুলশানের বিসিবি কার্যালয়ে এক প্রেসব্রিফিংয়ে এ সিদ্ধান্ত জানান বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন। – See more at: http://www.thereport24.com/article/44600/index.html#sthash.zdDQRWNw.dpuf

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) খেলার জন্য গত বুধবার ক্যারিবিয়ানের বারবেডোজের উদ্দেশে বাংলাদেশ ত্যাগ করেন সাকিব আল হাসান। তবে বিদেশি লিগে খেলার জন্য ক্রিকেট বোর্ডের ছাড়পত্র ছাড়াই সাকিব সেখানে রওনা হন বলে বিসিবি জানায়। সেখান থেকে বিসিবি ডেকে পাঠালে লন্ডন থেকে রোববার দেশে ফেরেন সাকিব।

Leave a Reply