সব দলের অংশগ্রহণ ছাড়া নির্বাচনে যাবে না জাতীয় পার্টি: এরশাদ

21/10/2013 6:18 pmViews: 14

image_63994 প্রতিবেদক :জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, সব দলের অংশগ্রহণ ছাড়া নির্বাচন গ্রহণযোগ্য হবে না। তাই সব দলের অংশগ্রহণ ছাড়া নির্বাচন হলে সেই নির্বাচনে অংশগ্রহণ করবে না জাতীয় পার্টি।

সোমবার দুপুর ১২টায় রাজধানীর বনানীস্থ জাতীয় পার্টির নিজস্ব কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি।

হুসেইন মুহম্মদ এরশাদ বলেন, রবিবার রাতে প্রধানমন্ত্রীর আমন্ত্রণে আমরা নৈশভোজে গিয়েছিলাম। সেখানে জাতীয় পার্টির মহাজোটে থাকা না থাকা নিয়ে কোন আলোচনা হয়নি।

নৈশভোজের আগে আওয়ামী লীগের সধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম সাংবাদিকদের বলেন, মহাজোটে থেকেই আওয়ামী লীগের সঙ্গে নির্বাচন করবে জাতীয় পার্টি।

সৈয়দ আশরাফের এই বক্তব্যে স্তম্ভিত হয়েছেন বলে সংবাদ সম্মেলনে জানান এরশাদ। তিনি বলেন, সৈয়দ আশরাফের বক্তব্য ভিত্তিহীন। এটা বলা উনার ঠিক হয়নি। এই বক্তব্য তার প্রত্যাহার করে নেয়া উচিত বলেও মন্তব্য করেন এরশাদ।

জাপা চেয়ারম্যান বলেন, জাতীয় পার্টি কাউকে ক্ষমতায় বসার জন্য নির্বাচন করবে না। মহাজটগতভাবে নির্বাচন করে জাতীয় পার্টি কিছু পাইনি। নিজস্ব সত্ত্বা নিয়ে জাতীয় পার্টি এককভাবে নির্বাচন করবে। ইতোমধ্যে পার্টির প্রার্থী ঠিক করা হয়েছে।

Leave a Reply