সবচেয়ে লম্বা পুরুষের বিয়ে

28/10/2013 7:33 pmViews: 14

lomba manusগিনেস ওয়াল্ড রেকর্ড বুকে ঠাঁই পাওয়া বিশ্বের সবচেয়ে লম্বা পুরুষ সুলতান কোসেন বিয়ে করছেন! শরীরের অস্বাভাবিক উচ্চতা হওয়ায় নিজের জীবনে কেউ সঙ্গী হয়ে আসবে কিনা এ নিয়ে ভীষণ দুশ্চিন্তায় ছিলেন তিনি। তবে শেষ পর্যন্ত মনের মানুষ খুঁজে পেলেন ৮ ফুট ৩ ইঞ্চি উচ্চতার এই তরুণ। তার সঙ্গে বিয়ের পিঁড়িতে বসছেন ৫ ফুট ৮ ইঞ্চি উচ্চতার তুর্কি তরুণী মার্বদীবো। ৩০ বছর বয়সী সুলতান রবিবার তার বাসভবনে দীবোর সঙ্গে আংটি বদল করেন। শীঘ্রই তারা বিয়ে অনুষ্ঠানের আয়োজন করবেন। জীবনের সঙ্গী হিসেবে দীবোকে পেয়ে সুলতান খুবই উচ্ছ্বসিত। ১৯৮২ সালের ১০ ডিসেম্বর তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় মারদিন শহরে জন্মগ্রহণ করেন সুলতান। জন্মের পর থেকেই হরমোনজনিত কারণে অস্বাভাবিকভাবে শারীরিক বৃদ্ধি হতে থাকে তার। শেষ পর্যন্ত ২০১১ সালে অস্বাভাবিক শারীরিক বৃদ্ধি থামে সুলতানের।-ওয়েবসাইট

Leave a Reply