সবচেয়ে আকর্ষণীয় ঠোঁট মনিকা বেলুচ্চির

06/01/2014 8:36 amViews: 8

 

 

monika beluchi ডেস্ক : : এতোদিন ধরে অনেকের মনেই একটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছিলো যে, হলিউড অভিনেত্রীদের মধ্যে সবচেয়ে সুন্দর ঠোঁট কার?

 

অ্যাঞ্জেলিনা জোলি নাকি স্কারলেট জোহানসনের? অবশেষে এ প্রশ্নের চূড়ান্ত উত্তর পাওয়া গেছে এবং তা আবার বৈজ্ঞানিকভাবেই।

 

ড. কেন্ড্রা শিমিড নামে একজন বায়োমেট্রিকস বিশেষজ্ঞ এবং লিপোলজিস্ট লিপ অ্যাট্রাক্টিভনেস বা ঠোঁটের আকর্ষণীয়তা পরিমাপ করার একটি সফটওয়্যার তৈরি করেছেন এবং সেটি দিয়ে বের করা হয়েছে এ প্রশ্নের উত্তর।

 

১০ পয়েন্টের স্কেলে পূর্ণ ১০ পয়েন্ট পেয়ে নাম্বার ওয়ান র‌্যাংকিং দখল করেছেন ইটালির সৌন্দর্য মনিকা বেলুচ্চি; তার ঠোঁট যেমন ভরাট, তেমনি মসৃণ এবং এর উচ্চতা ও দৈর্ঘ্যরে অনুপাত একেবারে আদর্শ দুই-তৃতীয়াংশ।

 

এরপর শীর্ষ ৫ লিস্টে ঠাঁই পেয়েছেন যথাক্রমে স্কারলেট জোহানসন (৯.৬৬), হেলি বেরি (৯.৬১), বিয়ন্স নোলেস (৮.৬৫) ও অ্যাঞ্জেলিনা জোলি (৭.৮৯)।

 

উল্লেখ্য, সফটওয়্যারটি ঠোঁটে বিভিন্ন অংশের অনুপাত, আকার, পরিপক্বতা, গঠন, রং, আকৃতি ইত্যাদি বিষয়ের প্রতি মার্কিং করেছে।

Leave a Reply