সন্ধ্যার পর রাজধানীতে ৩ বাসে আগুন

29/01/2015 10:20 pmViews: 4

ফাইল ফটোবিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের অবরোধের ২৪তম দিন রাজধানীতে ৩টি বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সন্ধ্যার পর থেকে রাজধানীর তিনটি পৃথক স্থানে বাসে আগুন দেয় তারা।

এরমধ্যে, রাজধানীর ধোলাইখাল নাভানা সিএনজি স্টেশনের সামনে মনেশ্বর পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। অগ্নিসংযোগের ঘটনায় ওই এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

দ্বিতীয়টি, মিরপুর-১ নম্বরে প্রজাপতি পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। যাত্রীবেশে বাসে ওঠার সময় বাসটিতে আগুন দেয় তারা।

বৃহস্পতিবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। বাসটি মিরপুর-১ থেকে আবদুল্লাহপুর যাতায়াত করতো।

অগ্নিসংযোগের ঘটনায় ওই এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার ফরহাদুজ্জামান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যায় ও আগুন নিয়ন্ত্রণে আনে।

তৃতীয়টি, রাজধানীর কুড়িল বিশ্বরোড এলাকায় যাত্রীবেশে একটি বাসে আগুন দেয় অবরোধ সমর্থকরা। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, কে বা কারা সন্ধ্যায় তুরাগ পরিবহনের একটি বাসে আগুন ধরিয়ে দেয়। যাত্রী হিসেবে বাসে উঠে ভেতর থেকে আগুন জ্বাল‍ায় তারা। এসময় আতঙ্ক ছড়িয়ে পড়লে অন্য যাত্রীদের সঙ্গে বাস থেকে নেমে পালিয়ে যায়। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাও‍য়া যায়নি।

Leave a Reply