সন্ত্রাস দমনে রাজনৈতি দলগুলো নিয়ে আলোচনায় বসা উচিৎ : এরশাদ

12/07/2016 5:02 pmViews: 12
সন্ত্রাস দমনে রাজনৈতি দলগুলো নিয়ে আলোচনায় বসা উচিৎ : এরশাদ
 
সন্ত্রাস দমনে রাজনৈতি দলগুলো নিয়ে আলোচনায় বসা উচিৎ : এরশাদ
সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, সন্ত্রাস দমনে রাজনৈতি দলগুলো নিয়ে আলোচনায় বসা উচিৎ। আলোচনায় বসলে আমরা কিছু পরামর্শ দিতে পারবো। এই কাজটিকে সরকারকেই করতে হবে। গুলশান হামলায় সরকারের গোয়েন্দা সংস্থা ব্যর্থ হয়েছে।
মঙ্গলবার দুপুরে ঠাকুরগাঁও নর্থ’স এগ লিমিটেড পরিদর্শনকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
এরশাদ বলেন, ‘দেশের সঙ্কট নিরসনে আমি সব দলকে নিয়ে আলোচনায় বসতে বলেছিলাম। কিন্তু সেটাতে কাজ হবে না। সরকারকেই খুঁজে বের করতে হবে- কারা জঙ্গিবাদের মদতদাতা। এ ঘটনার মাধ্যমে আমরা বিশ্ববাসীর কাছে ছোট হয়েছি।’
তিনি আরো বলেন, ‘গুলশান ও শোলাকিয়ায় কয়েকজন জঙ্গি নিরীহ মানুষ হত্যা করলো। অথচ আমাদের গোয়েন্দা সংস্থাগুলো আগে থেকে কিছুই জানতে পারলো না। তারা ব্যর্থ গোয়েন্দা সংস্থা।’
এ সময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য হাফিজ উদ্দিন, ঠাকুরগাঁও জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক রেজাউর রাজী স্বপন চৌধুরী, সহ-সভাপতি সোলায়মান আলী সরকার, শ্যামল কুমার ঘোষ প্রমুখ।

Leave a Reply