সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে জাতীয় ঐক্যের প্রয়োজন: খাদ্যমন্ত্রী
সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে জাতীয় ঐক্যের প্রয়োজন বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। একই সঙ্গে তিনি আরও বলেন, রাজনৈতিক বিভাজন সত্বেও দেশ ও জাতির স্বার্থে জাতীয় ঐক্য দেশকে এগিয়ে নিতে সাহায্য করবে।
শুক্রবার সকালে ঢাকা আইনজীবী সমিতি মিলনায়তনে আয়োজিত বৃহত্তর কুমিল্লা আইনজীবী কল্যান সমিতি সম্মেলনে তিনি একথা বলেন। তিনি আরও বলেন, বাংলাদেশে আজ আমরা যেই সাম্প্রদায়িক শক্তির যে বিভৎস রূপ আমরা দেখছি তা মোকাবিলায় জাতীয় ঐক্য দরকার।’ তিনি আরও বলেন, এই জাতীয় ঐক্যই পারে বাংলাদেশকে একটি সন্ত্রাস ও জঙ্গিবাদ মুক্ত রাষ্ট্রের রূপ দিতে।’