সন্ত্রাসে মদদ দেয়ায় কাতারের সঙ্গে চার দেশের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন
সৌদি আরবের নেতৃত্বে কাতারের সঙ্গে যাবতীয় কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে মধ্যপ্রাচ্যের চারটি দেশ। আঞ্চলিক অস্থিতিশীলতা তৈরি ও সন্ত্রাসবাদ উসকে দেওয়ার অভিযোগে দেশটির বিরুদ্ধে এমন সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরবসহ মিসর, বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাত।
বার্তা সংস্থা গার্ডিয়ান ও বিবিসির খবরে বলা হচ্ছে, কাতারের সঙ্গে সম্পর্ক ছিন্নকারী প্রথম দেশ সৌদি আরব। তাদের অনুসরণ করেই সোমবার মিশর, বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাত সম্পর্ক ছিন্নের ঘোষণা দেয়। এ প্রেক্ষিতে ওইসব দেশের পক্ষ থেকে বলা হচ্ছে, মুসলিম ব্রাদারহুডসহ অন্যান্য সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে সহায়তা করে আসছে কাতার।
সৌদি আরবের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এসপিএ জানাচ্ছে, কূটনৈতিক সম্পর্ক ছাড়াও কাতারের সঙ্গে ভূমি, সমুদ্রসীমা ও আকাশ সীমার সব যোগাযোগ ছিন্ন করেছে সৌদি আরব। সৌদি কর্মকর্তাদের করাতে তারা আরো জানিয়েছে, ‘সন্ত্রাস ও উগ্রবাদ থেকে জাতীয় নিরাপত্তার স্বার্থে এই কাজ করতে যাচ্ছে তারা।’
এছাড়া মিশরের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হচ্ছে, ‘মিসরের সব বন্দরে কাতারের যানবাহন ও আকাশযান প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।’ বাহরাইনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বলছে, ‘সন্ত্রাসী, উগ্রপন্থী ও সাম্প্রদায়িক গোষ্ঠীগুলোকে সমর্থন ও অর্থ সহায়তার অভিযোগে এ সম্পর্কের ছেদ ঘটানো হয়েছে। কাতারের কূটনীতিকদের দেশ ত্যাগে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দেওয়া হয়েছে।’
তবে এ বিষয়ে এখনো কোনো বিবৃতি দেয়নি কাতার। বিবিসি ও দ্য গার্ডিয়ান।