সন্ত্রাসে জিরো টলারেন্স, ঘোষণা প্রধানমন্ত্রীর

06/01/2014 8:16 pmViews: 5

সন্ত্রাসে জিরো টলারেন্স, ঘোষণা প্রধানমন্ত্রীর

 

 

সন্ত্রাস-জঙ্গিবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স অব্যাহত রাখা হবে। স্বাধীনতাবিরোধী শক্তিকে দেশে মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া হবে না। দশম জাতীয় সংসদ নির্বাচনে দল জয়ী হওয়ার পর এ ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

 

সোমবার গণভবনের পশ্চিম মাঠে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার প্রতি আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘জামায়াতকে ছেড়ে সমঝোতায় আসুন।’

 

তিনি বলেন, ‘নির্বাচনকে ঘিরে বিরোধী দলের আন্দোলনে সারা দেশে নাশকতা হচ্ছে। যেকোনো মূল্যে জনগনের জানমাল নিশ্চিত করতে সরকার কঠোর হবে।’

 

শেখ হাসিনা বলেন, ‘কিছু ভোট কেন্দ্রে জামায়াত বিএনপি হামলা করেছে। এছাড়া নির্বাচন ভালোই হয়েছে। যেভাবে লাদেন স্টাইলে ভোট না দেয়ার জন্য নিষেধ করা হয়েছিল, তা সফল হয়নি।’

 

নির্বাচন পরবর্তী সহিংসতা ঠেকাতে সেনাবাহিনিসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরক সতর্কতার সঙ্গে কাজ করার নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

 

‘দশম জাতীয় সংসদ নির্বাচনে না এসে বিএনপি নেত্রী খালেদা জিয়া একুল-ওকুল দুকুলই হারিয়েছেন’ মন্তব্য করে শেখ হাসিনা বলেন, ‘বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে। মানুষ ভোট দিয়ে নির্বাচিত করেছে, আমরা কাজ করে যাব। উজানে নাও ঠেলে যাওয়াই তো আমাদের কাজ। আমরা এগিয়ে যাচ্ছি।’

Leave a Reply