সন্ত্রাসীদের রক্ষায় ঐক্যের কথা বলা হচ্ছে: হানিফ
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, শেখ হাসিনার নেতৃত্বে গোটা দেশবাসী ঐক্যবদ্ধ আছে। যারা সন্ত্রাসকে লালন-পালন করে সন্ত্রাসের বীজ বপন করেছেন, তারাই এখন সন্ত্রাসীদের রক্ষার জন্য ঐক্যের কথা বলছেন।
রবিবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় ভাঙা কার্যক্রম উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। বিএনপি জামায়াত ছাড়লে তাদের সঙ্গে ঐক্য সম্ভব কি না একজন সাংবাদিকদের এমন প্রশ্নের হানিফ বলেন, আমার একটু জানার আগ্রহ, ইদানীং কিছু হলেই মানুষ বলে ঐক্য!ঐক্য! ঐক্যটা হবে কিসের ওপর ভিত্তি করে? একটা সরকার দেশ পরিচালনা করে এগিয়ে নিয়ে যাচ্ছে। মানুষের শান্তি প্রতিষ্ঠা করেছে। এখন সবার নৈতিক দায়িত্ব হচ্ছে সরকারকে সহায়তা করা, যেন তারা ভালোভাবে দেশ পরিচালনা করতে পারে।
হানিফ বলেন, আমাদের প্রধানমন্ত্রী সরকার গঠনের দায়িত্ব গ্রহণের পরপরই বলেছিলেন, আমরা ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নিয়ে যাব। এই ঐক্য বলতে এটাই বোঝায় যে সরকারকে সহায়তা এবং কোনো কারণ ছাড়াই সরকারের বিরুদ্ধে অবস্থান না নেওয়া।