সন্ত্রাসবিরোধী মুসলিম সামরিক জোটে বাংলাদেশ
সৌদি আরবের নেতৃত্বে সন্ত্রাসবাদ বিরোধী ৩৪টি মুসলিম দেশের নতুন সামরিক জোট গঠিত হচ্ছে। এই জোটের মধ্যে বাংলাদেশও রয়েছে।
এদিকে সৌদি আরবের সরকারি বার্তা সংস্থা (এসপিএ) জানিয়েছে, সৌদি রাজধানী রিয়াদ থেকে জোটের কার্যক্রম পরিচালিত হবে। খবরে বলা হয়, জোটের সদস্য দেশগুলোর মধ্যে আরব, দক্ষিণ এশিয়া আর আফ্রিকার দেশগুলো রয়েছে। তবে ইরানকে এই জোটের অর্ন্তভুক্ত করা হয়নি।
সংবাদ সম্মেলনে সৌদি প্রতিরক্ষামন্ত্রী যুবরাজ মোহামেদ বিন সালমান বলেছেন, এই জোট ইরাক, সিরিয়া, মিশর আর আফগানিস্তানে সন্ত্রাসী ও চরমপন্থিদের বিরুদ্ধে লড়াই করবে। তবে তিনি বিস্তারিত জানাননি।
ইসলামিক স্টেটের মতো গোষ্ঠীগুলোর বিরুদ্ধে বর্তমানে বেশ কয়েকটি জোট রয়েছে। আমেরিকান নেতৃত্বাধীন জোটে ৬৫টি দেশ রয়েছে। যদিও খুব কম দেশই সক্রিয়ভাবে লড়াইয়ে অংশ নিয়েছে।
ইরাক ও সিরিয়ায় ইসলামিক স্টেটের বিরুদ্ধে সক্রিয় সামরিক ভূমিকা নেয়ার জন্য মধ্যপ্রাচ্যের দেশগুলোর উপর আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপ রয়েছে।
এ বিষয়ে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার অালম গণমাধ্যমকে বলেন, এটি সন্ত্রাসের বিরুদ্ধে একটি বৈশ্বিক জোট। সৌদির আরবের নেতৃত্বে ৩৪টি মুসলিম দেশের এ সামরিক জোটে আছে বাংলাদেশ। এছাড়া জোটে উপসাগরীয় দেশসমূহ, পাকিস্তান, মিশর, তুরস্ক, মালয়েশিয়া, ফিলিস্তিন এবং নাইজেরিয়াসহ আফ্রিাকার কয়েকটি দেশ রয়েছে।