‘সত্যিকারের জরিপ আমাদের হাতে, ক্ষমতাসীনদের ভরাডুবি হবে’
‘সত্যিকারের জরিপ আমাদের হাতে, ক্ষমতাসীনদের ভরাডুবি হবে’

পৌরসভা নির্বাচনের সত্যিকারের জরিপ হাতে রয়েছে এবং নির্বাচনে ক্ষমতাসীনদের ভরাডুবি হবে উল্লেখ করে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, আওয়ামী লীগ যতোই মিথ্যা জরিপ করুক লাভ হবে না। মানুষ ধানের শীষে ভোট দেয়ার জন্য বসে আছে। সেখানে তাদের ভরাডুবি হবে।
আজ দুপুরে সুপ্রিম কোর্ট মিলনায়তনে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দেশে গণমাধ্যমের স্বাধীনতা নেই উল্লেখ করে খালেদা জিয়া বলেন, একুশে টিভির চেয়ারম্যান আবদুস সালামকে কারাগারে রেখে সুকৌশলে তা দখল করা হয়েছে। অনেক গণমাধ্যম বন্ধ হয়ে গেছে। হাজারো সাংবাদিক বেকার হয়েছেন। কর্মক্ষেত্রে সাংবাদিকদের নিরাপত্তা নেই। বিরোধী মতের অনলাইন বন্ধ করে দেয়ার জন্য অনলাইন নিবন্ধন করার উদ্যোগ নেয়া হয়েছে।
পৌরসভা নির্বাচন প্রসঙ্গে খালেদা জিয়া বলেন, আমরা শুনেছি যে ভোট কেন্দ্রে সাংবাদিকদের প্রবেশ করতে দেয়া হবে না। চুরি করতে এটি করতে চাইছে তারা। আমি সাংবাদিকদের বলবো, আপনারা ভোট কেন্দ্রে যাবেন, যা ঘটে তা প্রকাশ করবেন। তিনি বলেন, রকিব-হাসিনার অধীনে সুষ্ঠু নির্বাচন হতে পারে না তা প্রমাণের জন্যই নির্বাচনে অংশ নিয়েছি। তারা যতোই চেষ্টা করুক মানুষ ধানের শীষের প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করবে। প্রশাসনের উদ্দেশে বলতে চাই আপনাদের সঙ্গে আমাদের কোন বিরোধ নেই। আওয়ামী লীগ যতোই মিথ্যা অপপ্রচার চালাক, সরকার পরিবর্তন হলে আপনাদের কারও কোন ক্ষতি হবে না, কারও চাকরি যাবে না।
জাতীয় প্রেস ক্লাবের নতুন কমিটির দিকে ইঙ্গিত করে খালেদা জিয়া বলেন, যারা বেঈমানি করেছে তাদের আপনারা চিহ্নিত করেছেন। দালাল, বেঈমান মীরজাফররা বেশিদিন ঠিকে না। তাদের পরিণতি হয় ভয়াবহ ও করুণ। বিএফইজে’র একাংশের সভাপতি এম আবদুল্লাহ’র সভাপতিত্বে অনুষ্ঠানে সাধারণ সম্পাদকের প্রতিবেদন পেশ করেন এমএ আজিজ।