সতীত্ব বাঁচাতে খুন করলেন মৌ!
বিনোদন ডেস্ক : নিজের সতীত্ব রক্ষার্থে শেষ পর্যন্ত খুনির খাতায় নাম লিখালেন শোবিজের জনপ্রিয় মুখ মৌ । জানা যায়, এছাড়া আর কোনো পথ খোলা ছিলো না তাঁর । দেয়ালে পিঠ থেকলে যা হয় আর কি। তবে তা বাস্তবে নয় চিত্রনাট্যের কাহিনীর প্রয়োজনে। নাটকের কাহিনীতে দেখা যাবে মৌ এর স্বামী রাশেদ একটি প্রাইভেট কম্পানিতে চাকরি করে। এখানে মৌ নিয়ম নাম নিয়ে অভিনয়রুপ দিয়েছেন।
দেখা যায় নিয়মের স্বামী কাজ নিয়ে এতোটাই ব্যস্ত যে সে তাকে আর সময় দিতে পারেনা। নিয়ম নিজেকে অনেক একা ভাবতে থাকে।
একদিন রাশেদ নিয়মকে ফোন করে জানায় যে রাশেদের অফিসের বস রাতে তাদের সাথে খাবে, নিয়ম যেন তাড়াতাড়ি রান্না বান্না করে ফেলে। নিয়ম রান্নাবান্না শেষ করছে এমন সময় নিয়মের কাছে ফোন আসে।
ফোন করেছে রাশেদ, রাশেদ জানায় যে তার আসতে দেরি হবে কারন তাকে অফিসের কাজে বনানী যেতে হচ্ছে বস আগেই চলে আসবেন। নিয়ম রাশেদের বসকে পছন্দ করে না, কারণ রাশেদের বসের আচরন যেন কেমন রহস্যময়।
এর মধ্যে বস চলে আসে, বসকে বসতে বলে নিয়ম। করেন্ট চলে যায়, নিয়ম ভয় পেয়ে যায়, বস কেমন যেন আচরন করতে থাকে। ঘটে যায় অঘটন।
রাশেদ আসে নিয়মকে বসের কথা জানতে চায়, নিয়ম কেঁদে ফেলে এবং জানায় বস আর নাই। এখন রাশেদ কি করবে নিয়মকে বাঁচাবে নাকি পুলিশকে বলে দেবে সব। এমন একটি কাহিনী নিয়ে সাজানো হয়েছে নাটক হলুদ জামার রহস্য।
পবিত্র ঈদ-উল আজহা উপলক্ষে চ্যানেল নাইনে ঈদের ৭ম দিন রাত ০৯টা ১৫মিনিটে প্রচারিত হবে বিশেষ নাটক ‘হলুদ জাসার রহস্য’। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন অঞ্জন আইচ। অভিনয়ে মৌ’য়ের সাথে থাকছেন শাহরিয়ার নাজিম জয়, আহসান কবির, মনিরাজ