সচল হলো খালেদার লাল ফোন
প্রতিবেদক : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশানের বাসার লাল টেলিফোন সোমবার সচল হয়েছে। বিএনপি চেয়ারপারসনের প্রেস সচিব মারুফ কামাল খান বলেন, বিটিসিএলের লোকজন এসে লাল ফোনটি ঠিক করে দিয়ে গেছে। এতে প্রমাণিত হয়েছে খালেদা জিয়ার বাসার লাল ফোনটি বিকল ছিল।
খালেদা জিয়ার লাল ফোনটি বিকল ছিল কি না তা নিয়ে নানা প্রশ্ন ওঠে। শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা খালেদা জিয়ার সঙ্গে টেলি সংলাপের সময় বলেছিলেন, লাল ফোন বিকল নাকি বিকল করে রাখা হয়েছে।
শনিবার দুপুরে প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সঙ্গে কথা বলতে তার লাল টেলিফোনে কল করেন; কিন্তু তা বিকল হওয়ায় সংযোগ পাওয়া যায়নি।
এদিকে ফোনটি ঠিক হয়েছে বলে সাংবাদিকদের জানান বিটিসিএলের পরিচালক (জনসংযোগ ও প্রকাশনা) মীর মোহাম্মদ মোরশেদ। তিনি বলেন, আমাদের কর্মীরা লাল ফোনটি ঠিক করে দিয়ে এসেছেন। তবে রবিবার বিকাল পাঁচটা পর্যন্ত ওই বাসায় প্রবেশ করারই অনুমতি পাননি বিটিসিএলের কর্মীরা। গণভবনে রেড টেলিফোনের মূল এক্সচেঞ্জটি রয়েছে। মূল এক্সচেঞ্জ এবং গুলশান এক্সচেঞ্জেও কোনো ত্রুটি ছিল