সংসদ সদস্য আলহাজ্ব ইউসুফ আবদুল্লাহ হারুন এর নিজস্ব অর্থায়নে কুমিল্লার মুরাদনগর উপজেলার ৫০টি হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানায় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

10/04/2021 9:54 pmViews: 10

দেলোয়ার হোসেন কুমিল্লা প্রতিনিধিঃ
কুমিল্লার মুরাদনগরে পবিত্র মাহে রমজানকে সামনে রেখে আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক এফবিসিসিআই’র সাবেক সভাপতি স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব ইউসুফ আবদুল্লাহ হারুন এফসিএ’র নিজস্ব অর্থায়নে উপজেলার ৫০টি হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানায় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
শনিবার সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলা নির্বাহী অফিসার অভিষেক দাশের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে করোনাভাইরাসের প্রভাবের কারণে স্বাস্থ্যবিধি মেনে এইসব খাদ্য সামগ্রী বিতরণ করেন কুমিল্লা- ৩ মুরাদনগরের স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব ইউসুফ আবদুল্লাহ হারুন এফসিএ।
দিলালপুর তমিজ উদ্দিন মাদরাসার প্রিন্সীপাল মোহাম্মদ ওবায়দুল্লাহর সঞ্চালনায় খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সভাপতি ম. রুহুল আমিন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আহসানুল আলম সরকার কিশোর, মুরাদনগর থানার অফিসার ইনচার্জ মোঃ সাদেকুর রহমান, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুন অর রশিদ, কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এ্যাড. আবুল কালাম আজাদ তমাল, বাঙ্গরা বাজার থানা আওয়ামী কৃষকলীগের আহ্বায়ক আবু মুছা আল কবির, করিমপুর জামিয়া ইসলামিয়া মহিউসসুন্না মাদ্রাসার প্রিন্সিপাল মুফতি দ্বীন মোহাম্মদ আশ্রাফ, কোম্পানীগঞ্জ মারকাযুল হিকমা মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মুনসুরুল কবির, দড়ানিপাড়া মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আবদুল মোমেন।
এসময় আরো উপস্থিত ছিলেন, কুমিল্লা জেলা পরিষদের সদস্য ভিপি জাকির হোসেন, নজরুল ইসলাম, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মোঃ রুহুল আমিন, সদস্য আরিফুল ইসলাম সাহেদ, জহিরুল ইসলাম জুয়েল, মৎসজীবীলীগীর কেন্দ্রীয় কমিটির সদস্য রাজিব মুন্সি, উপজেলা কৃষকলীগের আহবায়ক কামাল উদ্দিন খন্দকার, যুগ্ম আহবায়ক মোঃ হাসান মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহবায়ক সোহরাব হোসেন বেলাল, উপজেলা ছাত্রলীগের সভাপতি সফিক তুহিন, সাধারণ সম্পাদক মোঃ হাফিজ খাঁন, এছাড়াও বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানার প্রধানরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে কোরআন তিলাওয়াত করেন হাফেজ কামরুল হাসান।

Leave a Reply