সংসদ ভবনে হান্নান শাহর জানাজা অনুষ্ঠিত
সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সদ্য প্রয়াত বিএনপির স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহর দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় এ জানাজা অনুষ্ঠিত হয়।
জানাজায় মরহুমের রুহের মাগফেরাত কামনা করা হয়। জানাজা শেষে মরদেহ আবারো সম্মিলিত সামরিক হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। এরপর শুক্রবার মরহুমের মরদেহ নিয়ে যাওয়া হবে তার নির্বাচনী এলাকা গাজীপুরে। সেখানে প্রথম সকাল ৯টায় জয়দেবপুর রাজবাড়ী মাঠে, সকাল সাড়ে ১০টায় কাপাসিয়া পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এবং বাদ জুম্মা মরহুমের গ্রাম চালা বাজার উচ্চ বিদ্যালয় মাঠে সর্বশেষ জানাজা অনুষ্ঠিত হবে। এরপর পারিবারিক কবরস্থানে বাবার করবের পাশে তাকে সমাহিত করা হবে।
এরআগে মঙ্গলবার সিঙ্গাপুরের স্থানীয় সময় ভোর ৩টা ৩৭ মিনিটে রাইফেলস হার্ট সেন্টার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন বিএনপির দূর্দিনের কাণ্ডারী হান্নান শাহ। বিএনপির সর্বোচ্চ দলীয় নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহ চারদলীয় জোট সরকারের আমলে মন্ত্রী ও সংসদ সদস্য ছিলেন। সাবেক এই সেনা কর্মকর্তা চাকরি জীবন শেষে বিএনপির রাজনীতিতে প্রবেশ করেন।
বৃহস্পতিবার বেলা দেড়টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হবে হান্নান শাহের জানাজা। আগামী শুক্রবার গাজীপুর সদর ও কাপাসিয়া উপজেলায় আরো দুটি জানাজা শেষে কাপাসিয়ায় পারিবারিক কবরস্থানে দাফন করা হবে তাঁকে।
গত ৬ সেপ্টেম্বর সকাল সাড়ে ৮টার দিকে মহাখালী ডিওএইচএসের বাসা থেকে নিম্ন আদালতে হাজিরা দিতে যাওয়ার সময়ে তিনি হঠাৎ হৃদরোগে আক্রান্ত হন। সে সময় দ্রুত তাকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়। উন্নত চিকিৎসার জন্য গত ১১ সেপ্টেম্বর সিঙ্গাপুরে নেওয়া হয়।