সংসদ অধিবেশনের দ্বিতীয় পর্ব শুরু, যোগ দেয়নি বিএনপি

30/09/2013 5:45 pmViews: 14

jotil-shongshod1.thumbnailনিজস্ব প্রতিবেদক: নবম জাতীয় সংসদের ১৯তম অধিবেশনের দ্বিতীয় পর্ব শুরু হয়েছে। তবে সংসদে আজও যোগ দেয়নি বিএনপিসহ ১৮ দলীয় জোটের সংসদ সদস্যরা।সোমবার বিকেল ৫টা ১৮ মিনিটে স্পিকার ড. শিরীন শারমীন চৌধুরীর সভাপতিত্বে দিনের কার্যসূচি শুরু হয়।

এর আগে গত ১৯ সেপ্টেম্বর ডেপুটি স্পিকার কর্নেল (অব.) শওকত আলী সংসদের চলতি অধিবেশনের প্রথম পর্ব শেষ করেন। টানা ৬ দিন চলার পর ১০ দিনের জন্য সংসদ অধিবেশনের বিরতি টানেন তিনি।

দিনের কার্যসূচি অনুযায়ী, প্রথমেই প্রশ্ন জিজ্ঞাসা ও উত্তর টেবিলে উত্থাপন। এছাড়া বাংলাদেশ প্রেস কাউন্সিলের বার্ষিক প্রতিবেদন সংসদে উত্থাপিত হয়। ভোটার তালিকা (দ্বিতীয় সংশোধন বিল, নিরাপদ খাদ্য বিল, মাল্টি লেভেল মার্কেটিং কার্যক্রম (নিয়ন্ত্রণ বিল) উত্থাপিত হয়।

প্রসঙ্গত, বর্তমান সংসদের যাত্রা শুরু হয় ২০০৯ সালের ২৫ জানুয়ারি। এ হিসেবে সংসদের চলতি অধিবেশনই নবম জাতীয় সংসদের শেষ অধিবেশন।

চলতি অধিবেশনের স্বাগত বক্তব্যে স্পিকার ড. শিরীন শারমীন চৌধুরী বলেন, আগামী ২৪ অক্টোবর পর্যন্ত এ অধিবেশন চলবে। এটি এ বছরের চতুর্থ অধিবেশন। গত ১২ সেপ্টেম্বর এ অধিবেশন শুরু হয়। শুরু থেকেই প্রধান বিরোধী দল বিএনপিসহ ১৮ দলীয় জোটের এমপিরা অনুপস্থিত রয়েছেন।

Leave a Reply