সংসদে রওশনের বিরুদ্ধে ক্ষোভ এরশাদের
সংসদে রওশনের বিরুদ্ধে ক্ষোভ এরশাদের
৬ জুলাই ২০১৫, সোমবার
সংসদে নারীদের নিয়ে মন্তব্য করায় এরশাদের পক্ষে তার স্ত্রী এবং জাতীয় সংদসের বিরোধী দলীয় নেতা রওশন এরশাদের ক্ষমা চাওয়াকে তার (রওশন এরশাদ) এখতিয়ার বর্হিভূত বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ। আজ দুপুরে জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে তিনি বলেন, আমার ভুলে অন্য কারও ক্ষমা চাওয়ার অধিকার নেই। এই সংসদে ২০১৫-১৬ অর্থবছরের বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে নারী ক্ষমতায়ন বিষয়ে একটি কথা বলেছিলাম। পরে আমি শব্দটি প্রত্যাহার করি। আমার বক্তব্যের পর বিরোধী দলীয় নেতা আমার বক্তব্যের জন্য ক্ষমা চেয়েছেন। এটা তার এখতিয়ার বর্হিভূত। এটা তিনি পারেন না। তার বক্তব্যে আমার বক্তব্য সংক্রান্ত যে শব্দগুলো আছে তা প্রত্যাহার করা হোক। স্পিকারের উদ্দেশে সাবেক প্রেসিডেন্ট বলেন, আমি যে শব্দটি ব্যবহার করেছিলাম ‘আন-পার্লমেন্টারি’ না, তারপরেও আমি প্রত্যাহার করেছিলাম। এরপর কী এক্সপান্স করা যায়? এক্সপান্স করায় আমি মনে দুঃখ পেয়েছি। কিন্তু কিছু করার নেই। যেহেতু এক্সপান্স করা হয়েছে আমাকে দুঃখ নিয়েই মরতে হবে। এরশাদ বলেন, সেদিন আমি নারী ক্ষমতায়ন নিয়ে কথা বলতে গিয়ে একটি শব্দ ব্যবহার করেছিলাম, যা নারী সদস্যরা প্রতিবাদ করেছিলেন। পরে আমি শব্দটি প্রত্যাহার করি। আমি বাজেট বক্তব্যে যে কথাটি বলতে চেয়েছিলাম, সেটা বলতে পারিনি, কারণ মাঝখানে এসে আমার একটি শব্দ সংসদে উপস্থিত মহিলা সদস্যরা পছন্দ করেননি। পছন্দ না করাতে আমি বলতে পারিনি।