সংসদে মোশাররফ হোসেন ‘পল্লী জীবিকায়ন’ প্রকল্পে ঋণ গ্রহীতা ৫ লাখ ৯৭ হাজারের বেশি

09/02/2016 7:27 pmViews: 9
সংসদে মোশাররফ হোসেন
‘পল্লী জীবিকায়ন’ প্রকল্পে ঋণ গ্রহীতা ৫ লাখ ৯৭ হাজারের বেশি
 
'পল্লী জীবিকায়ন' প্রকল্পে ঋণ গ্রহীতা ৫ লাখ ৯৭ হাজারের বেশি
বিআরডিবি’র আওতায় বাস্তবায়নাধীন পল্লী জীবিকায়ন প্রকল্পে তালিকাভুক্ত ঋণ গ্রহীতা সমবায়ী সদস্য সংখ্যা ৫ লাখ ৯৭ হাজার ৯১১ জন বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন। আজ সংসদে সরকারি দলের সদস্য এ কে এম রহমতুল্লাহ’র এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান তিনি।
মন্ত্রী বলেন, এই প্রকল্পে প্রদত্ত ঋণের সুদের হার ক্রমহ্রাসমান পদ্ধতিতে ২০ শতাংশ। ঋণ পরিশোধ করা হলে সরকারের ক্ষুদ্রঋণ নীতিমালায় ধার্যকৃত ১১ শতাংশেরও কম সুদ পরিশোধযোগ্য। তিনি বলেন, সরকারিভাবে নিয়মিত এই প্রকল্পের কার্যক্রম মনিটরিং করা হয়।
মন্ত্রী বলেন, এ ছাড়া পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ এবং আইএমইডি নিয়মিতভাবে প্রকল্পের কার্যক্রম মনিটরিং করে। বাসস।

Leave a Reply