সংসদে বিল পাস: পিতা-মাতার ভরণপোষণ না করলে জেল জরিমানা

24/10/2013 5:11 pmViews: 11

Parlament-0220130714051949প্রতিবেদক : পিতার ঔরসে এবং মাতার গর্ভে জন্ম নেয়া সন্তান তার পিতা-মাতাকে ভরণপোষণ না করলে এক লাখ টাকা জরিমানা অনাদায়ে সর্বোচ্চ তিন মাসের জেলের বিধান রেখে জাতীয় সংসদে বিল পাস হয়েছে। এ বিল অনুযায়ী পিতা-মাতা অন্যত্র বসবাস করলে সন্তানের আয়ের যুক্তিসঙ্গত অংশ তাদের দিতে হবে। পিতা-মাতার একাধিক সন্তান থাকলে এ বিষয়ে আলাপ আলোচনা করে ভরণপোষণ নির্ধারণ করতে হবে।

বৃহস্পতিবার বেসরকারি বিল হিসেবে এটি পাস হয়। পিতা-মাতার ভরণপোষণ বিল- ২০১১ নামে বিলটি উত্থাপন করেন জাতীয় পার্টির এমপি মুজিবুল হক চুন্নু। পরে তা কণ্ঠভোটে পাস হয়। এ ছাড়া নির্যাতন এবং হেফাজতে মৃত্যু (নিবারণ) বিল- ২০১১ নামে বেসরকারি আরেকটি বিল গতকাল সংসদে পাস হয়। বুধবার সংসদের কার্যউপদেষ্টা কমিটির বৈঠকে এ বিল দুটি পাস করার সিদ্ধান্ত নেয়া হয়।

মন্ত্রী ছাড়া অন্য সংসদ সদস্যরা আইন প্রণয়নের প্রস্তাব দিয়ে কোনো বিল আনলে তা বেসরকারি বিল হিসেবে বিবেচিত হয়। সংসদে বেসরকারি বিল পাসের ঘটনা বিরল। এর আগে নয়টি সংসদ বৈঠকে সব মিলিয়ে মোট সাতটি বেসরকারি বিল পাস হয়েছে। চলতি সংসদ বৈঠকে সর্বশেষ সাবের হোসেন চৌধুরীর ‘দ্য লেপারস (রিপিল) অ্যাক্ট- ২০১১’ পাস হয়।

পিতা-মাতার ভরণপোষণ সংক্রান্ত আইন লঙ্ঘনের অপরাধ জামিন ও আপোসযোগ্য। কোনো সন্তানের স্ত্রী বা স্বামী পিতা-মাতার ভরণপোষণ না দেয়ার জন্য প্ররোচনা দিলে ওই স্ত্রী বা স্বামী কিংবা অন্য সহায়তাকারী উপরোক্ত অপরাধে অভিযুক্ত হবেন। এ আইন অনুযায়ী ভরণপোষণ নিশ্চিত করার ক্ষেত্রে প্রত্যেক সন্তানকে পিতা-মাতাকে নিয়ে একইসঙ্গে বসবাস নিশ্চিত করতে হবে।

Leave a Reply