সংসদে পায়রা বন্দর প্রকল্প বিল পাস
ভূমি অধিগ্রগহণে ক্ষতিপূরণ নির্ধারণে সংশ্লিষ্ট সংক্ষুব্ধ পক্ষের আপিলসহ সংশ্লিষ্ট বিষয়ে বিধান করে সংসদে পায়রা বন্দর প্রকল্প (ভূমি অধিগ্রহণ) বিল ২০১৬ পাস করা হয়েছে।
ভূমি মন্ত্রী শামসুর রহমান শরীফ বিলটি পাসের প্রস্তাব করেন। বিলে প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে কোন ভূমি অধিগ্রহণের প্রয়োজন হলে তা জনস্বার্থে প্রয়োজন বলে গণ্য হবে এবং কর্তৃপক্ষের চাহিদা অনুযায়ী উক্ত ভূমি অধিগ্রহণ করার বিধান করা হয়েছে।
বিলে ভূমি অধিগ্রহণের নোটিশ প্রদানের পর অধিগ্রহণাধীন ভূমির ওপর জনস্বাস্থ্য বিরোধী কোন ঘরবাড়ি বা স্থাপনার বা ভূমির শ্রেণী পরিবর্তনের জন্য কোন ব্যক্তি ক্ষতিপূরণ পাওয়ার অধিকারী হবে না বলে বিধান করা হয়েছে।
বিলে বলা হয় ভূমি অধিগ্রহণ অধ্যাদেশের ধারা ৮-এর অধীন ক্ষতিপূরণ নির্ধারণকালে কমিশনার যদি এই মর্মে সন্তুষ্ট হন যে, প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে অধিগ্রহণাধীন কোন ভূমির ওপর নির্মিত বা নির্মাণাধীন কোন ঘরবাড়ি বা অন্য কোন প্রকার স্থাপনা জনস্বার্থ বিরোধী উদ্দেশ্যে নির্মাণ বা নির্মাণাধীন রয়েছে বা একই উদ্দেশ্যে কোন ঘরবাড়ি বা স্থাপনা বা ভূমির শ্রেণীর পরিবর্তন করা হয়েছে, তাহলে তিনি উক্তরূপ ঘরবাড়ি বা স্থাপনা বা পরিবর্তনকে উক্ত ধারা ৮-এর অধীন ক্ষতিপূরণ প্রদানের জন্য বিবেচনা করবেন না এবং এইরূপ ক্ষতিপূরণের দাবি যদি থাকে, প্রত্যাখ্যান করা হবে।