‘সংসদে নির্দলীয় সরকারের বিল না আনলে সহিংসতার দায় সরকারের
প্রতিবেদক: ২৪ অক্টোবরের মধ্যে সংসদে নির্দলীয় সরকারের বিল উত্থাপন করলে হরতাল-অবরোধ হবে না বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক। তিনি বলেছেন, অন্যথায় সহিংসতা সৃষ্টি হলে তার দায় সরকারকে নিতে হবে।
শনিবার সকালে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় একথা বলেন তিনি। বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক ফাউন্ডেশনের ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
জয়নুল আবদিন ফারুক বলেন, জনগণের দাবি আদায়ে যদি সংগ্রাম করে আমাদের প্রাণও যায় তাতে কোনো দুঃখ নেই। কারণ আমরা প্রাণ দিতে প্রস্তুত। এতে ইতিহাসে আমাদের নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে।
তিনি বলেন, আমরা অত্যাচারিত হচ্ছি, আমাদের মামলা আছে ভবিষ্যতেও হবে। আমরা জেলেও যেতে পারি। তবে আমরা নিরাশ নই। কারণ, আমরা এমন এক নেত্রীর অধীনে আছি যার কারণে আমি পাঁচবার নির্বাচিত হয়েছি।
ফাউন্ডেশনের চেয়ারম্যান হুমায়ুন কবির বেপারীর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবির খোকন, অর্থ বিষয়ক সম্পাদক আব্দুস সালাম প্রমুখ।