সংসদে খালেদা জিয়ার বিরুদ্ধে মামলার প্রস্তাব
প্রতিবেদক : সংসদে বিরোধীদলীয় নেতা বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মামলার প্রস্তাব দিয়েছেন আওয়ামী লীগের সিনিয়র সংসদ সদস্য ও সাবেক আইনমন্ত্রী আবদুল মতিন খসরু।
অন্তর্বর্তীকালীন সরকারের দাবিতে সারাদেশে হরতালের প্রথম দিনে দেশের বিভিন্ন স্থানে সহিংসতায় যেসব মানুষ নিহত হয়েছে, এর দায় বিরোধীদলীয় নেতার-উল্লেখ করে খসরু বলেন, বেগম খালেদা জিয়াকে প্রধান আসামি করে এই খুনের মামলা করতে হবে।
সোমবার সন্ধ্যায় সংসদ অধিবেশনের পয়েন্ট অব অর্ডারে তিনি এ প্রস্তাব দেন। তিনি বলেন, খালেদা জিয়া যদি প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে সংলাপে বসতেন এবং হরতাল প্রত্যাহার করতেন, তাহলে এই প্রাণহানি হতো না।
বিচারপতিদের বাসার সামনে বোমা বিস্ফোরণের সমালোচনা করে আওয়ামী লীগের এই সিনিয়র সংসদ সদস্য খসরু বলেন, বিচার বিভাগকে সবকিছুর ঊর্ধ্বে রাখা উচিত। কিন্তু বিরোধী দল এই বিভাগেও আক্রমণ করছে। বিচারপতিরা কী দোষ করেছেন? তারা যুদ্ধাপরাধীদের বিচার করছেন, এটাই তাদের অপরাধ?-এমন প্রশ্নের তীরও ছুড়েন তিনি।
গত দুদিনে হরতালে প্রাণহানি ও রাষ্ট্রীয় সম্পদের যে ক্ষতি হয়েছে, তার বিরুদ্ধে সরকার কী ব্যবস্থা নিয়েছে, তাও জানতে চান আওয়ামী লীগের সংসদ সদস্য ও সাবেক আইনমন্ত্রী আবদুল মতিন খসরু।