সংলাপ প্রস্তাব নাকচ আওয়ামী লীগের

06/01/2016 7:11 pmViews: 8

সংলাপ প্রস্তাব নাকচ আওয়ামী লীগের

 

মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতে ইসলামীর আমির মাওলানা মতিউর রহমান নিজামীর মৃত্যুদণ্ডের রায় আপিল বিভাগে বহাল থাকায় সস্তোষ প্রকাশ করেছে আওয়ামী লীগ। বুধবার দুপুরে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে দলটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ সাংবাদকিদের বলেছেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জামায়াতে ইসলামীর আমির মাওলানা মতিউর রহমান নিজামীর বিরুদ্ধে যে মৃত্যুদণ্ডের রায় দিয়েছিল। আপিল বিভাগ সে রায় বহাল রেখেছে। রায় বহাল রাখায় গোটা জাতি সন্তুষ্ট। বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকেও এই রায়ে সন্তুষ্টি প্রকাশ করছি।
তিনি বলেন, আমরা মনে করি এই রায়ের পর ওই শীর্ষ যুদ্ধাপরাধীর শাস্তি কার্যকরের মধ্য দিয়ে বাঙালি জাতি অভিশাপ মুক্তির পথে আরো এক ধাপ এগিয়ে যাবে। বাঙালি জাতি একাত্তরের শহীদদের দায়মুক্তির পথে এগিয়ে যাচ্ছে।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সংলাপের মাধ্যমে দেশের রাজনৈতিক সংকট নিরসনের প্রস্তাব নাকচ করে দিয়ে মাহবুবউল আলম হানিফ বলেন, দেশে কোনো সংকট নেই। দেশ প্রত্যাশার চেয়ে বেশি এগিয়ে যাচ্ছে। যা সংকট আছে তা কেবল পাকিস্তানি বেগম খালেদা জিয়ার মনে।

Leave a Reply