সংলাপে বসার আগে শর্ত দিবেন না : তথ্যমন্ত্রী
চট্টগ্রাম প্রতিবেদক : তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, আমরা মনে করি যে সংলাপ হবে। আজ হোক কাল হোক সংলাপ হবে। বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়ার উদ্দেশে তিনি বলেন, যদি আপনি সংলাপ শুরু করতে চান, সংলাপকে এগিয়ে নিতে চান, তাহলে বসার আগে আপনি শর্ত দিবেন না।
চট্টগ্রামের থিয়েটার ইনস্টিটিউট মিলানায়তনে বুধবার দুপুরে ‘শান্তি, উন্নয়ন ও গণতন্ত্রের অভিযাত্রা’ শীর্ষক এক গণসংলাপের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। চট্টগ্রামের বিভিন্ন শ্রেণী পেশার প্রায় দেড়শ মানুষের অংশগ্রহণে এ গণসংলাপের আয়োজন করে গণযোগাযোগ অধিদপ্তর।
তথ্যমন্ত্রী সাংবাদিকদের বলেন, সামপ্রতিককালে জঙ্গিবাদ অর্থনীতির জন্য হুমকি হয়ে দেখা দিয়েছে। গণতন্ত্রের মিত্র হচ্ছে গণমাধ্যম। কিন্তু গণমাধ্যমের নারী সাংবাদিকদের পিটিয়ে আহত করেছে জঙ্গিবাদী বা জঙ্গি সমর্থক কিছু ব্যক্তি। এই ঘটনায় আমরা মর্মাহত এবং দোষী ব্যাক্তিদের খুঁজে বের করার চেষ্টা করছি।
তিনি বলেন, সমপ্রতি ফরহাদ মজাহার যে কটুক্তি করেছেন তা সন্ত্রাসমূলক, উস্কানিমূলক, গণতন্ত্রবিরোধী এবং গণমাধ্যমের স্বাধীনতা বিরোধী। আমি এ সরকারের একজন কর্মকর্তা হিসেবে দায়িত্ব নিয়ে বলছি, এ ধরনের উস্কানিমূলক ও সন্ত্রাসী কাজের উত্সাহিত করার বক্তব্য প্রদানের মধ্যদিয়ে তিনি গণতন্ত্রের বিরুদ্ধে এবং গণমাধ্যমের বিরুদ্ধে একটি যুদ্ধ ঘোষণা করেছেন। সুতরাং দেশের প্রচলিত আইনে ফরহাদ মজাহারকে কিভাবে ব্যবস্থা নেওয়া যায় সে ব্যাপারে আমরা ইতিমধ্যে তদন্ত করে দেখছি। ফরহাদ মজাহারের রাষ্ট্রের বিরুদ্ধে, গণতন্ত্রের বিরুদ্ধে, গণমাধ্যমের বিরুদ্ধে সশস্ত্র সন্ত্রাসী উস্কানিমূলক বক্তব্য প্রদানের জন্য যেকোন সময় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধী দলের নেতা খালেদা জিয়ার ফোনোলাপ গণমাধ্যমে প্রকাশ প্রসঙ্গে বলেন, সরকার কিংবা আমি দুই নেত্রীর ফোনালাপ গণমাধ্যমে প্রকাশ করিনি। কেন, কীভাবে এটি গণমাধ্যমে প্রকাশ পেয়েছে তা আমাদের জানা নেই। তবে এ ঘটনার সঙ্গে যারা জড়িত তারা যদি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে অপরাধী হয় তাহলে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।