সংলাপের প্রস্তাবকে ‘রাবিশ’ বললেন অর্থমন্ত্রী

06/11/2015 5:34 pmViews: 10
সংলাপের প্রস্তাবকে ‘রাবিশ’ বললেন অর্থমন্ত্রী

 

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দেয়া সংলাপের প্রস্তাবকে ‘রাবিশ’ বলে আখ্যায়িত করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

সিলেটে প্রথমবারের মতো অনুষ্ঠিত ‘স্কাই মিনি ম্যারাথন’ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে শুক্রবার তিনি এ মন্তব্য করেন।

অর্থমন্ত্রীর কাছে খালেদা জিয়ার সংলাপ প্রস্তাব সম্পর্কে তার মনোভাব জানতে চান সাংবাদিকরা। জবাবে তিনি ‘রাবিশ, রাবিশ’ বলে মন্তব্য করেন।

এরআগে খালেদা জিয়া বৃহস্পতিবার এক বিবৃতিতে জাতীয় সংলাপের আহ্বান জানান।

বিবৃতিতে বর্তমানে ক্রান্তিকাল চলছে দাবি করে তিনি দেশ ও জাতির স্বার্থে সংকট উত্তরণে ‘কর্তৃত্ববাদী মনোভাব’ থেকে সরে এসে সরকার একটি জাতীয় সংলাপের সূচনার পরিবেশকে উন্মুক্ত করবে বলে আশা প্রকাশ করেন।

Leave a Reply