সংলাপের পরিবেশ নষ্ট করছেন খালেদা

08/11/2015 5:51 pmViews: 6
সংলাপের পরিবেশ নষ্ট করছেন খালেদা

 

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া নিজেই সংলাপের পরিবেশ নষ্ট করছেন বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ও আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নাসিম।

তিনি বলেছেন,  খালেদা জিয়া নিজেই সংলাপের আহ্বান জানিয়েছেন। কিন্তু অন্যদিকে তিনিই আবার বিদেশে গিয়ে সরকারের বিরুদ্ধে যেভাবে আক্রমণাত্মক কথা বলছেন, তা রাজনৈতিক সমঝোতার ভাষা হতে পারে না। তার বলার ভাষা আন্তরিক নয়।

রোববার জাতীয় প্রেসক্লাবে ‘জলবায়ুর প্রভাব মোকাবিলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাফল্য’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এর আয়োজক তথ্য দর্পণ নামের একটি সংগঠন।

নাসিম বলেন, এ দেশে কোনো রাজনৈতিক সংলাপ সফল হয়নি, হবেও না। তবে সংলাপের কথা শুনতে খুব ভালো লাগে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, বিএনপি কখনো মৌলিক অবস্থান থেকে সরে আসে না। যুদ্ধাপরাধীদের বিচার প্রসঙ্গে তারা নিজেদের অবস্থান বদলায়নি; বরং বিচারকে বাধাগ্রস্ত করছে।

খালেদা জিয়াকে উদ্দেশ্য করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, নাটক না করে দল গোছান। ২০১৯ সালের জন্য প্রস্তুত হন। সমঝোতার কোনো সুযোগ নেই। আগামী নির্বাচনে শেখ হাসিনা জয়ী হবেন বলেও আশা প্রকাশ করেন নাসিম।

দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদের একটি বক্তব্য প্রসঙ্গে নাসিম বলেন, আসেন, মাঠে একসঙ্গে খেলি। যেভাবে বাংলাদেশ জিম্বাবুয়েকে হারাল, এটাই আসল খেলা। না খেলে পালিয়ে গেলে তো হবে না।

Leave a Reply