সংলাপের পথ খুলেছে : মজীনা

21/10/2013 6:37 pmViews: 4

Mozina.5.7প্রতিবেদক :

বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডাব্লিউ মজীনা বলেছেন, নির্বাচনকালীন সরকার নিয়ে প্রধানমন্ত্রীর প্রস্তাবের ওপর বিরোধীদলীয় নেত্রীর রূপরেখার মধ্য দিয়ে সংলাপের পথ খুলেছে।

সোমবার সন্ধ্যায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। বৈঠকটি খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

মজীনা বলেন, নির্বাচন নিয়ে প্রধানমন্ত্রীর প্রস্তাবের বিপরীতে বিএনপি যে রূপরেখা দিয়েছে তা নিয়ে উভয় দলই আলোচনায় বসবে।

মার্কিন এই রাষ্ট্রদূত আরও বলেন, দুই দলই নির্বাচনের একটি গ্রহণযোগ্য ও সুষ্ঠু পথ খুঁজে বের করবে। নির্বাচন নিয়ে যে সঙ্কট তৈরি হয়েছে তা আলোচনার মাধ্যমে দূর হয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন মজীনা।

Leave a Reply