সংলাপের কথা বলে জনগণকে বিভ্রান্ত করছে সরকার: ফখরুল
প্রতিবেদক : আওয়ামী লীগ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনকে ভয় পায় বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, বিরোধীদলীয় নেতাকর্মীদের ওপর নির্যাতন চালিয়ে সংলাপের কথা বলে জনগণকে বিভ্রান্ত করছে সরকার।
শনিবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি।
সরকার বিরোধীদলীয় নেতাকর্মীদের হয়রানি করছে বলে অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, শুক্রবার ১৮ দলীয় জোটের সমাবেশ নস্যাত্ করার জন্য সরকার বিরোধীদলীয় নেতাকর্মীদের ওপর দমন পীড়ন চালিয়েছে।
বিএনপির এই নেতা বলেন, বর্তমান সরকারের বিরুদ্ধে জনগণের অভ্যুত্থান এখন চূড়ান্ত রূপ নিয়েছে।
তিনি বলেন, র্যাব-পুলিশকে সরকার দলীয় প্রতিষ্ঠানে পরিণত করেছে। পুলিশকে জনগণের বিরুদ্ধে এবং র্যাবকে রাজনৈতিক প্রতিপক্ষকে দমনে ব্যবহার করছে সরকার।
তিনি অভিযোগ করেন, শুক্রবার সারাদেশে ৮ জন দলীয় নেতাকর্মীকে হত্যা করা হয়েছে। এসময় আহত হয়েছে কয়েক শ’। গ্রেফতার করা হয়েছে কয়েক হাজার নেতাকর্মীকে।
মির্জা ফখরুল এর তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে আটক নেতাকর্মীদের মুক্তির দাবি জানান