সংবিধান অনুযায়ীই নির্বাচন হবে : শেখ হাসিনা
প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবারও বলেছেন, সংবিধান অনুযায়ীই নির্বাচন হবে। তিনি বলেছেন, পৃথিবীর অন্যান্য সংসদীয় পদ্ধতির দেশগুলোতে যেভাবে নির্বাচন হয়, বাংলাদেশেও সেরকম হবে। তিনি রবিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে পেশাজীবী সমন্বয় পরিষদের মহাসমাবেশে এসব কথা বলেন। এ সময় তিনি আরো বলেন, সরকারি চাকরিজীবীদের ২০ শতাংশ মহার্ঘ ভাতা দেওয়া হবে। তাদের জন্য স্থায়ী পে-কমিশন গঠন করারও কথা বলেন তিনি।
শেখ হাসিনা বলেন, জনগণ ২০০৮ সালে ভোট দিয়ে আমাদের নির্বাচিত করেছে। জনগণের রায় নিয়ে আমরা সংবিধান সংশোধন করেছি। সংবিধান সংশোধনের আগে বিশেষ কমিটি গঠন করা হয়েছিল। ওই কমিটি ২৭টি বৈঠক করেছে। বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ তাদের মতামত দিয়েছেন।