সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী প্রশ্নপত্র ফাঁসের কথা স্বীকার, উৎস উদ্ঘাটন করা যায়নি

02/07/2014 5:00 pmViews: 3

 

চলতি বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ইংরেজি দ্বিতীয়পত্র ও গণিত দ্বিতীয়পত্রের প্রশ্নপত্র ফাঁস হয়েছে বলে স্বীকার করে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, প্রশ্নপত্র ফাঁসের উৎস উদ্ঘাটন করা যায়নি।

বুধবার সকালে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি প্রশ্নপত্র ফাঁসের কথা স্বীকার করেন। এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন প্রকাশের জন্য শিক্ষা মন্ত্রণালয় এই সংবাদ সম্মেলনের আয়োজন করে।

শিক্ষামন্ত্রী বলেন, প্রতি বছর এইচএসসিতে ৫৫টি বিষয়ে ১১০টি প্রশ্নপত্র ছাপানো হয়। তার মধ্যে কয়েকটি প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ উঠে। এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের গঠন করা ৭ সদস্যের তদন্ত কমিটি ২৯ জুন তাদের প্রতিবদেন সরকারের হাতে জমা দিয়েছে। এতে ২টি বিষয়ে প্রশ্নপত্র ফাঁস হয়েছে বলে প্রমাণ মিলেছে।

তিনি বলেন, গত সাড়ে ৫ বছরে শিক্ষা মন্ত্রণালয় তদন্ত করে কোনো কিছু গোপন রাখেনি। সব বিষয় তদন্ত করে সবাইকে জানার সুযোগ করে দেয়া হয়েছে।

শিক্ষামন্ত্রী বলেন, তদন্ত কমিটি দেশের বিশিষ্ট শিক্ষাবিদসহ সংশ্লিষ্ট অনেকের সঙ্গে কথা বলেছে। অনেকে তদন্ত কমিটিকে প্রশ্ন ফাঁস হওয়া সম্পর্কে অনেক তথ্য দিয়েছেন। কিন্তু প্রশ্নপত্র ফাঁসের চক্রকে ধরার জন্য যে উৎসের তথ্য প্রয়োজন তা কেউই দেননি।

তিনি বলেন, প্রশ্নপত্র ফাঁসের উৎস শনাক্ত করা যায়নি। তবে তা উদ্ঘাটনে চেষ্টা চলছে।

শিক্ষামন্ত্রী বলেন, আধুনিক প্রযুক্তি ব্যবহার করে প্রশ্নপত্র ফাঁসরোধে ৪ দফা সুপারিশ করেছে তদন্ত কমিটি। সরকারি ছুটি বাদে বিরতি ছাড়াই পরবর্তী পাবলিক পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে। এ সময় প্রশ্নপত্র ফাঁসরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সকলের সহযোগিতা কামনা করেন তিনি।

তিনি বলেন, এমন কোনো শক্তি নেই যা প্রশ্নপত্র ফাঁসে জড়িতদের খুঁজে বের করতে প্রয়োগ করা হবে না। তাদের আমরা চিহ্নিত করে কঠোর ও চরমতম শাস্তি দেবো।

সংবাদ সম্মেলনে শিক্ষা সচিব ড. মোহাম্মদ সাদিক, তদন্ত কমিটর প্রধান ও অতিরিক্ত সচিব সোহরাব হোসাইন, তদন্ত কমিটির সদস্য যুগ্ম সচিব রুহি রহমান, আহসানুল জব্বার উপস্থিত ছিলেন।

Leave a Reply