সংবাদ সম্মেলনে মাশরাফি বৃষ্টি ভাবনায় ফিল্ডিংয়ের সিদ্ধান্ত
ভারতের বিপেক্ষ টস জিতে ফিল্ডিং নেওয়ায় কিছুটা সমালোচনার মুখে পড়েছিলেন টাইগার দলপতি মাশরাফি বিন মর্তুজা। ম্যাচ শেষে তাই সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মাশরাফি বলেন, ‘বৃষ্টি হওয়ার চান্স ছিল ৫১ ভাগ, তাই ফিল্ডিং নেওয়া। তাছাড়া ডাকওয়ার্থ লুইস (ডি/এল) পদ্ধতিতে ব্যাটিং করলে সব সময় সুবিধা হয়।’
এদিকে, সিরিজের শেষে ম্যাচে হারের জন্য হোয়াইটওয়াশের চাপটাকে বড় করে দেখছেন মাশরাফি। তিনি বলেন, ‘সিরিজের শুরুতে যেমন চাপ ছিল সেটা শেষ ম্যাচের আগে আরও বেড়ে গেছে। দুইটা কিংবা একটা ম্যাচ জিতলে একটা শব্দ উঠে যায় ‘বাংলাওয়াশ।’ অনেক ক্রিকেটার মনের ভেতর এই চাপটা নিতে পারে না। তবে আমরা আরও একটু ইতিবাচক হিসেবে ম্যাচটি নিতে পারতাম।”
ম্যাচ হারের জন্য কিছু কিছু ক্ষেত্রে ব্যাটসম্যানদের দুষলেন মাশরাফি। তিনি বলেন, সেট হয়েও আউট হয়েছে অনেক ব্যাটসম্যান। তাই বড় জুটি হয়নি। আশা করি, সামনের ম্যাচে এগুলো ঠিক করে নিতে হবে।’