সংবর্ধনায় শিক্ষার্থীদের রাস্তায় দাঁড় করানোয় নিষেধাজ্ঞা
ঢাকা, ২৭ জানুয়ারি : শিক্ষার্থীদের রাস্তায় দাঁড় করিয়ে জনপ্রতিনিধিদের সংবর্ধনা দেয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। সোমবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে পাঠানো এক আদেশে একথা জানানো হয়।
আদেশে বলা হয়, এই নির্দেশ না মানলে সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও পরিচালনা পর্ষদের বিরুদ্ধে আইন অনুযায়ী ‘কঠোর ব্যবস্থা’ গ্রহন করা হবে।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয় থেকে পাঠানো এক প্রজ্ঞাপনে বলা হয়, জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি ও পদস্থ কর্মকর্তারা বিভিন্ন জেলা, উপজেলা বা বিভিন্ন স্থান পরিদর্শনে গেলে প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের পাঠদান বন্ধ রেখে রাস্তায় দাঁড় করিয়ে রেখে সংবর্ধনা দেয়া হচ্ছে। এর ফলে বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ব্যাহত হওয়ার পাশাপাশি শিক্ষার্থীদের ওপর বিরূপ শারীরিক ও মানসিক চাপ পড়ছে। বিষয়টি শিক্ষার সুষ্ঠু পরিবেশকে বাধাগ্রস্থ করছে, যা কোনোভাবেই কাম্য নয়।
প্রাথমিক বিদ্যালয়ের ‘শিশুবান্ধব পরিবেশ’ নিশ্চিত করার স্বার্থে এ ধরনের ‘অনৈতিক কার্যক্রম’ পরিহারে সব মহলের সহযোগিতাও চাওয়া হয়েছে মন্ত্রনালয়ের এ প্রজ্ঞাপনে।