সংকট নিরসেন সব ধরনের পদক্ষেপ নেবে জাতিসংঘ দ্রুত সমঝোতায় পৌঁছাতে পররাষ্ট্রমন্ত্রীকে কেরি ও মুনের বার্তা

20/02/2015 2:56 pmViews: 38

যুক্তরাষ্ট্র থেকে বিশেষ সংবাদদাতা, ২০ ফেব্রুয়ারি  : চলমান রাজনৈতিক সংকট নিরসনে বিরোধী দলের সঙ্গে দ্রুত সমঝোতায় পৌঁছাতে সরকারকে তাগিদ দিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি ও জাতিসংঘের সচিব বান কি মুন।
সন্ত্রাসবাদ ও চরমপন্থা রোধ বিষয়ক হোয়াইট হাউস সম্মেলনে যোগদানরত বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী বৃহস্পতিবার পৃথকভবে সাক্ষাৎ করতে গেলে তারা এই তাগিদ দেন।

বৃহস্পতিবার বিকালে সম্মেলনের সাইড লাইনে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলীর সঙ্গে বৈঠককালে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি বাংলাদেশের রাজনৈতিক সহিংসতা ও যানমালের ক্ষয়ক্ষতিতে উদ্বেগ প্রকাশ করে দ্রুত সমঝোতায় পৌঁছানোর তাগিদ দেন।

এ সময় তিনি বলেন, বাংলাদেশের বিরোধী দলের শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচি বাধাপ্রাপ্ত না হওয়া এবং স্বাধীন মতপ্রকাশের নিশ্চয়তা অত্যন্ত জরুরি।

বৈঠককালে মানবাধিকার রক্ষা ও গণমাধ্যমের স্বাধীনতার ওপর গুরুত্বারোপ করেন জন কেরি।

এ ছাড়া অর্থনৈতিক উন্নয়ন, জলবায়ু পরিবর্তনসহ দুই দেশের পারস্পারিক স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা করেন উভয় পররাষ্ট্রমন্ত্রী।

সম্মেলনের সাইড লাইনে জাতিসংঘ মহাসচিব বান কি মুনের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলীর সাক্ষাৎকালে চলমান রাজনৈতিক সংকট সমাধানে বিরোধী দলের সঙ্গে সংলাপে যুক্ত হওয়ার আহ্বান জানান বান কি মুন।

বৈঠককালে জাতিসংঘ মহাসচিব বলেন, বাংলাদেশে বর্তমান পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক। তিনি স্থিতিশিলতা ও উন্নয়নের জন্য বিরোধীদের সঙ্গে সরকারকে সংলাপ করারও আহ্বান জানান।

বাংলাদেশে চলমান রাজনৈতিক সহিংসতা এবং প্রাণহানীতে জাতিসংঘের মহাসচিব উদ্বেগ প্রকাশ করেন এবং শান্তিরক্ষী মিশনে ভূমিকার প্রশংসা করেন।

এদিকে জাতিসংঘের মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডোজাররিক এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, বাংলাদেশের চলমান সংকট নিরসনে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে জাতিসংঘ।

বৃহস্পতিবার জাতিসংঘ সদর দপ্তরে আয়োজিত নিয়মিত ব্রিফিংয়ে ডোজাররিক বলেন, বাংলাদেশের চলমান সংকটের শান্তিপূর্ণ সমাধান প্রত্যাশা করে জাতিসংঘ মাহাসচিব বান কি মুন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে চিঠি দিয়েছেন। বর্তমান রাজনৈতিক সহিংসতায় জাতিসংঘ মাহাসচিব অত্যন্ত উদ্বিগ্ন।

জাতিসংঘ মাহাসচিবের উদ্যোগকে বিএনপিসহ ২০ দল স্বাগত জানিয়েছে মর্মে খবর প্রকাশিত হয়েছে পক্ষান্তরে সরকারি দল একে আমলে নিচ্ছে না। প্রধানমন্ত্রীর উপদেষ্টা গওহর রিজভী প্রধানমন্ত্রীকে লেখা জাতিসংঘ মহাসচিবের চিঠিকে নিয়মিত যোগাযোগের অংশ বলে উল্লেখ করে যেকোনো ধরনের সংলাপের সম্ভাবনা নাকচ করে বলেছেন, বাংলাদেশের মধ্যস্থতায় সহকারী মহাসচিব অস্কার ফারনান্দেজ তারানকোকে দায়িত্ব দেয়া হয়নি। পররাষ্ট্র প্রতিমন্ত্রীও সংলাপের আহ্বানকে নাকোচ করেছেন। এ বিষয়ে জাতিসংঘের অবস্থান জানতে চাইলে, সহকারী মহাসচিবের পদমর্যাদার ওই মুখপাত্র বলেন, ‘বাংলাদেশের চলমান রাজনৈতিক সংকট নিরসেন জাতিসংঘের চেষ্টা অব্যাহত থাকবে।’

এ বিষয়ে জাতিসংঘ মহাসচিব বান কি মুন সহকারী মহাসচিব অস্কার ফারনান্দেজ তারানকোকে সুনির্দিষ্ট দায়িত্ব দিয়েছেন। তারানকো বাংলাদেশের সংকট নিরসনে প্রয়োজনীয় সকল পদক্ষেপ নেবেন বলে জানান ডোজাররিক।

প্রসঙ্গত, ৩ দিনব্যাপী এই সম্মেলন বৃহস্পতিবার শেষ হয়েছে। সম্মেলনে জাতিসংঘ, ইইউ, ওআইসি ও আরবলীগসহ ৭৫টি দেশ অংশ নিয়েছে।

Leave a Reply