সংকট নিরসনে সরকার আন্তরিক নয় : ফখরুল

18/10/2013 3:48 pmViews: 4

mirjaপ্রতিবেদক : বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, চলমান রাজনৈতিক সংকট নিরসনে সরকার আন্তরিক নয়। রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে শুক্রবার এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন মির্জা ফখরুল।

এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘প্রধানমন্ত্রী একেক সময় একেক রকম কথা বলে জনগণকে বিভ্রান্ত করছেন। আসলে তিনি চান না আলোচনা হোক। তাদের মূল উদ্দেশ্য, বিএনপিকে বাইরে রেখে নির্বাচন করা। কিন্তু তা সম্ভব হবে না।’

বিএনপি কেনো নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের বিলটি সংসদে আনছে না এমন প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, “সংসদে আমাদের সদস্য সংখ্যা মাত্র ৩০ জন। এ নিয়ে যদি আমরা বিলটি আনি তাহলে তা নাকচ করে দেয়া হবে। তাই সরকারই এই বিল এনে আলোচনার পথ তৈরি করলে আমরা সংসদে যাব।”

পুলিশের বিএনপি কার্যালয় ঘিরে রাখার ব্যাপারে মির্জা ফখরুল বলেন, দলীয় কার্যালয়ে নেতাকর্মীরা আসবেন, এটাই স্বাভাবিক। কিন্তু তাদের আসতে দেওয়া হচ্ছে না। মারামারি হওয়ার কোনো সুযোগ নেই—উল্লেখ করে তিনি বলেন, এখনই যদি সরকারের অবস্থা এমন হয়; তাহলে তাদের অধীনে নির্বাচন কেমন হবে বোঝা যায়। বিএনপি এই সরকারের অধীনে নির্বাচনে যাবে না বলে জানিয়ে দেন মির্জা ফখরুল।

এসময় সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

Leave a Reply