সংকট নিরসনে সরকারকে সংলাপে বসতে হবে

06/11/2015 5:31 pmViews: 2
সংকট নিরসনে সরকারকে সংলাপে বসতে হবে

 

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ বলেছেন, পুলিশ অপরাধীদের ধরতে ব্যর্থতার পরিচয় দিচ্ছে। আর দক্ষতা ও মনোবল হারানোর কারণে পুলিশ প্রায়ই হামলার শিকার হচ্ছে বলে তিনি মন্তব্য করেন।

শুক্রবার জাতীয় প্রেসক্লাবে ৭ নভেম্বর জাতীয় সংহতি দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ডক্টরস এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এ আলোচনা সভার আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন ড্যাব মহাসচিব এ জেড এম জাহিদ হোসেন।

হান্নান শাহ বলেন, পুলিশ অন্যায় কাজ ও চাঁদাবাজীতে লিপ্ত। পুলিশ বিরোধী দলের নেতাকর্মীদের ওপর হামলায় ব্যস্ত। আর সেকারণে তারা দক্ষতা হারিয়ে ফেলেছে।

বিএনপির এই নেতা বলেন, ‘গত জাতীয় নির্বাচনের সময় পুলিশ বলেছিল, দেখামাত্রই গুলি। এখন ডিএমপি কমিশনার বলছেন, আক্রান্ত হলেই গুলি। বার বার তাদের বক্তব্য পরিবর্তন হবে কিন্তু কোনো কাজ হবে না। করে তিনি বলেন, সংকট নিরসনে সরকারকে সংলাপে বসতে হবে। জাতীয় সংলাপ ছাড়া উত্তরনের কোন পথ নেই।

Leave a Reply