সংকট নিরসনে বৈঠকে বসছেন আশরাফ-ফখরুল!

10/10/2013 5:43 pmViews: 7

asraf-fokrul2.thumbnailনিজস্ব প্রতিবেদক: দেশের চলমান রাজনৈতিক সংকট নিরসনে যে কোন সময় বৈঠকে বসছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম ও বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার রাতেই তারা বৈঠকে বসতে পারেন বলে আভাস দিচ্ছে দলীয় সূত্র।তবে বৃহস্পতিবার রাতে কোন কারণে বসা না হলে দু’এক দিনের মধ্যেই তারা যে বসছেন সে আভাস পাওয়া যাচ্ছে বিভিন্ন গোয়েন্দা সূত্রেও। এমনকি মির্জা ফখরুল শুক্রবার সকালে তার নিজ জেলা ঠাকুরগাঁওয়ে ঝটিকা সফরে গিয়ে ফিরে এসেও সৈয়দ আশরাফের সঙ্গে বসতে পারেন বলে দাবি করছে কোন কোন সূত্র।

তবে বৈঠকের বিষয়টি এখন পর্যন্ত গোপন রাখা হয়েছে। এমনকি দলের সিনিয়র নেতাদেরও বিষয়টি জানতে বা বুঝতে দেওয়া হচ্ছে না। তবে দু’নেত্রীর সম্মতিতেই এ বৈঠকের প্রস্তুতি চূড়ান্ত হয়েছে বলে বিভিন্ন সূত্রে নিশ্চিত হওয়া গেছে।

অবশ্য পুরো প্রস্তুতি ও আয়োজন চলছে বিশেষ গোপনীয়তায়। বৈঠকটি হয় গুলশানের এক রেস্তোরাঁয় বা বাংলাদেশে নিযুক্ত এক প্রভাবশালী বিদেশি কূটনীতিকের বাসভবনে হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে কি না তা নিয়ে সরকার ও বিরোধী দলের মধ্যে দীর্ঘ দিন ধরে চলা রাজনৈতিক অচলাবস্থার অবসান ঘটাতেই এ বৈঠকের উদ্যোগ বলেও দাবি করছে সংশ্লিষ্ট সব সূত্র।

এ অবস্থা থেকে বেরিয়ে আসার জন্য জাতিসংঘ থেকে শুরু করে বিভিন্ন দেশের কূটনীতিকদের তাগাদা, দেশীয় পেশাজীবীদের চাপ ও জনগণের প্রত্যাশা পূরণেও এমন বৈঠকে উদ্যোগী হয়েছে দেশের প্রধান দু’দল।

এ বৈঠক দেশের চলমান রাজনৈতিক সংকট নিরসনে মাইলস্টোন হিসেবে কাজ করছে বলে ধারণা করা হচ্ছে। এর আগে আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল জলিল ও বিএনপির সাবেক মহাসচিব আব্দুল মান্নান ভূঁইয়াকে এমন বৈঠকে বসতে দেখা গিয়েছিলো। তবে বর্তমানে প্রয়াত ওই নেতার বৈঠক ছিলো আনুষ্ঠানিক ও ফলাফল শূন্য। কিন্তু আশরাফ-ফখরুল বৈঠক হচ্ছে অনানুষ্ঠানিকভাবে। এ বৈঠকের ফলাফল কি হবে তা এখনই বলা মুশকিল।

Leave a Reply