ষ্টেজ পারফরমেন্স করার সময় উপরের কাপড় খুলে পড়ল নায়িকার

02/10/2013 11:30 amViews: 56

ষ্টেজে জবরদস্ত পারফরমেন্স করছে একজন সুন্দরী। এমন সময় আচমকাই খুলে পড়ল মেয়েটির পোশাক। কেমন লাগবে?
হ্যাঁ, এমনটাই হয়েছিল। আজ থেকে বছর খানেক আগের কথা। ঘটনাটা ঘটেছিল মুম্বাই শহরতলীর বান্দ্রা এলাকার রঙ স্রদ্ধা অডিটোরিয়াম-এ ‘বেগম সাহেবা’ থিয়েটার নাটকে। আর্টিস্ট, অভিনেত্রি জারা যখন ষ্টেজে ডান্স পারফরমেন্স শুরু করেছেন তার কিছু সময় পরেই আচমকা তার পোশাকের উপরের অংশ খুলে তিনি নগ্ন হয়ে যান। থিয়েটার আর্টিস্ট জারা চমকিয়ে উঠে বোকা বনে যান এবং কিছু সময় পরে দ্রুত দুই হাত দিয়ে তার বুক দুটো ঢাকার বৃথা চেষ্টা করেন। কিন্তু ততক্ষনে অনেক কিছুই দর্শকদের নজরে এসে যায়।
পরে বিষয়টি নিয়ে তদন্তে নামে সি,বি,আই মুম্বাই। তাদের সাফ কথা, এটি শীর্ষ অগ্রাধিকার প্রাপ্ত ও কোন ধরনের নগ্নতাকে তারা পশ্রয় দিতে পারে না। তদন্ত শেষে জানা যায়, বর্তমান সময়ের অন্যান্য নায়িকা যেমন, পুনম পাণ্ডে, শারলিন চোপড়াদের মত, ইমপ্ল্যান্টেড সিলিকন এনহান্সমেনট এর মাদ্ধ্যমে উন্নত বক্ষ তৈরি করার কারনেই এমনটি ঘটেছিল।

Leave a Reply