ষোড়শ সংশোধনী বাতিলের রায় পুনর্বিবেচনা চেয়ে রিভিউ পিটিশন দাখিল

25/12/2017 10:20 amViews: 41
ষোড়শ সংশোধনী বাতিলের রায় পুনর্বিবেচনা চেয়ে রিভিউ পিটিশন দাখিল
 
ষোড়শ সংশোধনী বাতিলের রায় পুনর্বিবেচনা চেয়ে রিভিউ পিটিশন দাখিল
সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের আপিল বিভাগের রায় পুনর্বিবেচনা চেয়ে রিভিউ পিটিশন দাখিল করেছে সরকার। আজ রবিবার সুপ্রিমকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই রিভিউ দাখিল করা হয়।
এর আগে সুপ্রিমকোর্টের আপিল বিভাগ বিচারপতি অপসারণ সংক্রান্ত সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিল করে রায় দেয়। গত ৩ জুলাই দেয়া রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি ওই মাসেরই শেষ সপ্তায় প্রকাশ পায়। ওই রায়ে সাবেক বিচারপতি এসকে সিনহা রাজনীতিতে ‘আমি ও আমিত্ব’-এর কড়া সমালোচনা করেন। পাশাপাশি সংবিধান, নির্বাচন কমিশনসহ বিভিন্ন সাংবিধানিক প্রতিষ্ঠান নিয়েও নানা পর্যবেক্ষণ দেন।
`
এ রায়ের পর্যবেক্ষণ নিয়ে সমালোচনা করে সরকার। এর পরিপ্রেক্ষিতে রায়ের পুনর্বিবেচনা চেয়ে এ রিভিউ পিটিশন দাখিল করা হলো। রিভিউ পিটিশনটি ৯০৮পৃষ্ঠার। রিভিউতে বিচারপতি অপসারণের ক্ষমতা সংসদের হাতে পুনর্বহালের আবেদন জানানো হয়েছে।

Leave a Reply