ষষ্ঠ ধাপের উপজেলা নির্বাচন আওয়ামী লীগ-৮, বিএনপি-৪
ঢাকা, ১৯ মে : সংঘর্ষ, সহিংসতা, কেন্দ্র দখল ও জালভোটের উৎসব-অভিযোগ নিয়ে চতুর্থ উপজেলা পরিষদ নির্বাচনের ষষ্ঠ ধাপে ভোটগ্রহণ শেষ হয়েছে। এ ধাপে ১৩ উপজেলার নির্বাচন হয়েছে। সর্বশেষ তথ্য অনুযায়ী আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আটটিতে আর বিএনপি সমর্থিত প্রার্থী চারটিতে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।
বরগুনার তালতলী উপজেলায় আওয়ামী লীগ সমর্থিত মনিরুজ্জামান মিন্টু বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তবে এ উপজেলায় বিএনপি সমর্থিত প্রার্থী ভোট বর্জন করেছেন।
ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় বিএনপি সমর্থিত মোতাহার হোসেন তালুকদার বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে আওয়ামী লীগ সমর্থিত তানভির ভূইয়া বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তবে এ উপজেলায় বিএনপি সমর্থিত প্রার্থী আগেই ভোটবর্জনের ঘোষণা দেন।
সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় আওয়ামী লীগ সমর্থিত আবদুল মতিন চৌধুরী বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তবে কেন্দ্র দখল ও জালভোট উৎসবের প্রতিবাদে আগেই ভোটবর্জন করেন বিএনপি প্রার্থী।
রংপুরের পীরগাছায় বিএনপি সমর্থিত প্রার্থী আফসার আলী বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন জাতীয় পার্টির মাহবুবুর রহমান।
কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় আওয়ামী লীগ সমর্থিত গোলাম সরোয়ার বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। কুমিল্লা আদর্শ সদর উপজেলায় আওয়ামী লীগ সমর্থিত আবদুর রউফ বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
রংপুর সদর উপজেলায় আওয়ামী লীগ সমর্থিত নাসিমা জামান ববি বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। রংপুরের গংগাচরা উপজেলা আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আসাদুজ্জামান বাবলু বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
রাজবাড়ীর কালুখালী উপজেলায় আওয়ামী লীগ সমর্থিত কাজী সাইফুল ইসলাম বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
গাজীপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপি সমর্থিত ইজাদুর রহমান মিলন বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
টাঙ্গাইলের বাসাইলে বিএনপি সমর্থিত কাজী শহিদুল ইসলাম বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
যেসব উপজেলায় নির্বাচন : রংপুর জেলার সদর, কাউনিয়া, গঙ্গাচড়া ও পীরগাছা উপজেলা, সিরাজগঞ্জের কামারখন্দ, বরগুনার আমতলী, রাজবাড়ীর কালুখালী, গাজীপুর সদর, টাঙ্গাইলের বাসাইল, ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর, কুমিল্লার আদর্শ সদর ও সদর দক্ষিণ উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এছাড়া ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় শুধুমাত্র চেয়ারম্যান পদে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
ষষ্ঠ ধাপে মোট ১৮২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে চেয়ারম্যান পদে ৬৪ জন, ভাইস চেয়ারম্যান পদে ৬৯ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪৯ জন।
সোমবার সকাল আটটায় ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকাল চারটা পর্যন্ত। নির্বাচনের কারণে সংশ্লিষ্ট উপজেলায় সরকারি ছুটি ঘোষণা করে স্থানীয় প্রশাসন।