ষষ্ঠ ধাপের উপজেলা নির্বাচনে ১৯৬ প্রার্থী

04/05/2014 3:22 pmViews: 3

ষষ্ঠ ধাপের উপজেলা নির্বাচনে ১৯৬ প্রার্থী
ঢাকা : চতুর্থ উপজেলা পরিষদ নির্বাচনের ষষ্ঠ ধাপে ১৯৬ প্রার্থী চূড়ান্তভাবে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এর মধ্যে চেয়ারম্যান পদে ৬৯ জন, ভাইস চেয়ারম্যান পদে ৭৫ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।

গতকাল মনোনয়নপত্র প্রত্যাহারের শেষদিনে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাদের পাঠানো তথ্য থেকে নির্বাচন কমিশন (ইসি) রোববার এ তথ্য নিশ্চিত করেছে।

ইসি ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১৯ মে দেশের ১৩টি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে।

একই সাথে ময়নমসিংহের তারাকান্দা উপজেলায় চেয়ারম্যান পদে অনুষ্ঠিত হবে উপ-নির্বাচন। এখানে পাঁচজন প্রার্থী মনোনয়নপত্র জমা দিলে বাছাইয়ে একজন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়ে যায়। পরবর্তীতে আরো একজন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করে। তাই এখন চূড়ান্তভাবে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।

১৩ উপজেলায় মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ০৩ মে পর্যন্ত সংশ্লিষ্ট এলাকায় চেয়ারম্যান পদে ২২ জন, ভাইস চেয়ারম্যান পদে ১৮ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে একজন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেন।

উল্লেখ্য, গত ১৬ এপ্রিল নির্বাচন কমিশন ১৪টি উপজেলার তফসিল ঘোষণা করলেও আদালতের নির্দেশে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার নির্বাচন স্থগিত করা হয়।

Leave a Reply