শ্রীলঙ্কায় হঠাৎ মাছ বৃষ্টি
ভৌগলিক ও আবহাওয়ার বিভিন্ন পরিবর্তনের কারণে মাঝে মাঝেই শিলা বৃষ্টি, এসিড বৃষ্টি, রক্ত বৃষ্টি আবার কখনও পাখি বৃষ্টির কথাও শোনা যায়। তবে এবার এর সাথে যুক্ত হয়েছে মাছ বৃষ্টির ঘটনা। বিবিসি।
বাস্তবেই শ্রীলঙ্কার একটি গ্রামে এমন ঘটনাই ঘটেছে। আকাশ থেকে ঝুপ ঝুপ করে পড়েছে মাছ। আর গ্রামবাসীরা তা কুড়িয়ে নিয়েছে সাথেসাথেই।
সোমবার দেশটির পশ্চিমাঞ্চলের চিলাও জেলার একটি গ্রামে আকাশমেঘলা হয়ে ওঠে। বৃষ্টি হবে তাতে কোনো সন্দেহ নিই। কিন্তু গ্রামবাসীরা অবাকহয় যখন দেখে বৃষ্টির সাথে সাথে ঝরছে মাছও।
রাস্তায়, উঠানে ছড়িয়ে ছিটিয়ে আছেমাছ। জলজ্যান্ত মাছ। লাফালাফি করছে। কিছুক্ষণ বুঝে উঠতে না পারলেও পরেঠিকই বুঝতে পারেন তারা। তারপর কুড়াতে থাকেন একের পর এক। সেদিন গ্রামবাসীদেরআনন্দের সীমা ছিল না।
ওই সময় ওই গ্রামের সবাই মিলে ৫০ কেজির মতো মাছ কুড়িয়েছিলেন।
তবে শ্রীলঙ্কায় মৎস্য বৃষ্টি নতুন কোনো ঘটনা নয়। এর আগেও এমন ঘটনাকয়েকবার ঘটেছে। এর আগে ২০১২ সালেও দক্ষিণাঞ্চলীয় একটি গ্রামে প্রথম মাছ বৃষ্টিহয়েছিল। তখন চিংড়ি বৃষ্টি হয়েছিল।
বিজ্ঞানীরা মনে করেন, কম গভীরতার কোনো জলাশয়ের ওপর দিয়ে ঘূর্ণিঝড়ের ঘূর্ণিবায়ুর কেন্দ্র বয়ে গেলে এমন জলঘূর্ণি ঘটতে পারে। এ সময় ওই জলাশয়ের পানিতে থাকা মাছ, ব্যাঙসহ সবকিছুই ঘূর্ণিবায়ুর সঙ্গে আকাশে উঠে যায়।
এমনকি এই জলঘূর্ণি থেমে যাওয়ার পরও মেঘের স্তরের কারণে এরা সাময়িকভাবে আটকে থাকতে পারে ওপরেই। আকাশে উঠে বাতাসের সাথে অনেক দূর চলে যায়। পরে ঝড় থেমে গেলে ঝরে পড়তে থাকে।