শ্রীলঙ্কায় মৌলিক স্বাধীনতা নিশ্চিতে বিশ্বকে চাপ দেয়ার আহ্বান হিউম্যান রাইটস ওয়াচের

11/05/2022 4:08 pmViews: 8

শ্রীলঙ্কায় মৌলিক স্বাধীনতা নিশ্চিতে বিশ্বকে চাপ দেয়ার আহ্বান হিউম্যান রাইটস ওয়াচের

শ্রীলঙ্কায় মৌলিক স্বাধীনতা নিশ্চিতে দেশটির সরকারকে চাপ দেয়ার আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ। বিশ্বের সরকারগুলো ছাড়াও আইএমএফ ও বিশ্বব্যাংকের মতো যেসব প্রতিষ্ঠান শ্রীলঙ্কার অর্থনীতি পুনরুদ্ধারে যুক্ত হচ্ছে তাদের প্রতিও এ আহ্বান জানিয়েছে মানবাধিকার সংস্থাটি। এক বিবৃতিতে তারা জানিয়েছে, সরকারি সমর্থকরা শান্তিপূর্ণ বিক্ষোভে হামলা করে সহিংসতার জন্ম দিয়েছে। সরকারের উচিৎ নাগরিকদের শান্তিপূর্ণ সমাবেশ ও আন্দোলনের অধিকারকে সমর্থন করা। নিরাপত্তা বাহিনীর প্রতিক্রিয়া যেনো আন্দোলনকারীদের অধিকার হরন না করে সে দিকে নজর দেয়া। এছাড়া এরইমধ্যে যেসব ঘটনা ঘটেছে তার তদন্ত দাবি করে মানবাধিকার সংস্থাটি।
শ্রীলঙ্কার গণমাধ্যম আইল্যান্ড অনলাইনের রিপোর্টে বলা হয়েছে, গত ৯ই মে প্রধানমন্ত্রী মাহিন্দ রাজাপাকসের হাজার হাজার সমর্থক দেশের বিভিন্ন প্রান্ত থেকে বাসে করে কলোম্বো আসে। তারপর তারা রাজধানীর যে অংশে আন্দোলন চলছে সেদিকে যায়। বিভিন্ন ভিডিও ফুটেজে দেখা গেছে, সরকার সমর্থকরা কীভাবে সরকারবিরোধী আন্দোলনকারীদের আক্রমণ করেছে। তাদের তাবুগুলোতে আগুন ধরিয়ে দিয়েছে এবং লাঠি দিয়ে পেটানো হয়েছে।
হিউম্যান রাইটস ওয়াচের দক্ষিণ এশিয়া বিষয়ক পরিচালক মীনাক্ষী গাঙ্গুলি বলেন, শান্তিপূর্ণ আন্দোলনকারীদের উপরে সরকারপন্থীদের হামলা ভয়াবহ সহিংসতার জন্ম দিয়েছে। এরফলে ভবিষ্যতেও আরও সহিংসতা এবং হেনস্থার আশঙ্কা সৃষ্টি হয়েছে

দেশটির নাগরিকদের অধিকারকে সম্মান জানানো নিরাপত্তা বাহিনীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাশাপাশি যারা এ হামলা চালিয়েছে তাদেরকে চিহ্নিত করে ব্যবস্থা নিতে হবে।
ওইদিন আন্দোলনে থাকা কাসুমি রানাসিংহে অভিযোগ করেন, সরকারপন্থীরা যখন তাদের মারতে আসেন তখন সেখানে থাকা পুলিশরা সরে যায়। এরপর তাদের উপরে ছুরি ও লাঠি নিয়ে হামলা চালায় সরকার সমর্থকরা। তারা সবকিছু ধ্বংস করে দেয়।

Leave a Reply